সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা শনিবার ৭ আগস্ট পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর বিভিন্ন টিকাদান কেন্দ্র মনিটরিং করেন।
জনসাধারণের স্বাস্থ্যবিধি মেনে টিকাগ্রহণে উদ্বুদ্ধকরণের পাশাপাশি করোনার গণটিকাদান কার্যক্রম সফল করতে বিটপুলিশিং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, করোনা সংক্রমণ রোধে শুরু থেকেই পুলিশ জনসচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ, স্বাস্থ্য বিধি মেনে চলা এবং বর্তমান গণটিকাদান কার্যক্রম বাস্তবায়নে সম্পৃক্ত থেকে করোনা প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখছে।
গণটিকা কেন্দ্রে স্বাস্থবিধি অনুসরণ করে বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে জনসাধারণের টিকাগ্রহণে উদ্বুদ্ধকরণসহ গণটিকাদান কার্যক্রম বাস্তবায়নে সকল ইউনিয়নের দায়িত্বরত বিটপুলিশিং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রিন্ট