সেলিম সানোয়ার পলাশঃ
কৃষি ক্ষেত্রে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের অনন্য অবদান রয়েছে। আপনারারা বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সদস্য। আপনাদের অবদান অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে কম না। আপনারা প্রান্তিক কৃষকদের মাঝে সার বিতরন করেন। কৃষকদের শুধু হাল আছে,বীজ বপন করলেই হয় না। আপনাদের সহোয়োগীতায় কৃষকরা ফসল ফলায়। আপনারা সার বিতরণ করে চাষীদের ফসলের ফলন যাতে বেশী হয় সেই চেষ্টা করেন।
দেশে খাদ্য উৎপাদনে আপনাদের ভুমিকা রয়েছে। আমি আশা করবো আপনাদের মাধ্যমে প্রন্তিক কৃষকরা নায্যমুল্যে সার পাই। বাাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন রাজশাহী জেলা শাথার বার্ষিক সাধানর সভা ও দ্বি-বার্ষিকী মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা গুলো বললেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খাদো জিয়ার সামরিক সচিব ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা কাউন্সিলেরন সদস্য মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজশাহীর গোদাগাড়ী সাফিনা পার্কে এ বার্ষিক সাধানর সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএ- রাজশাহীর সভাপতি মোঃ আবুল কালাম।
দ্বি-বার্ষিকী মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দুপুর সাড়ে ১২ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪ পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে মোঃ ওছমান আলী ৪৮ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্ব›দ্বী আবুল কালাম ৩৫টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম ৪৫ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্ব›দ্বী আ.ন.ম সামসুর রহমান মিন্টু ৩৭ ভোট পেয়েছেন।
দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ৮৮ জন ভোটারের এর মধ্যে ৮৭ জন ভোট প্রদান করেন। তার মধ্যে সভাপতি পদে মোট ৮৩ টি ও সাধারণ সম্পাদক পদে মোট ৮২ টি ভোট পড়েছে। ৪টি ভোট বাতিল হয়েছে।
৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটিতে ছিলেন, রাজশাহী বিএফএ’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ফজলুল করিম, সদস্য হাবিবুর রহমান ও মনিরুজ্জামান, আপিল বোর্ডের চেয়ারম্যান মাহফুজুল হাসান হিকল, সদস্য শরিফউদ্দিন মুন্সি ।
ভোট গননা শেষে মোঃ ওসমান আলীকে সভাপতি ও রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান মাহফুজুল হাসান হিকল।
প্রিন্ট