সাহিদা পারভীনঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার গড়িয়ানা গ্রামে পাকা রাস্তার উপর দিয়ে গো খামারের বর্জ্য নিষ্কাশন করা হচ্ছে। এতে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে মোটর বাইকসহ বিভিন্ন যান। বিষয়টি স্থানীয়রা খামার মালিককে জানিয়ে কোন প্রকার সুফল পাচ্ছে না।
বর্জ্য নিষ্কাশনকারী খামার মালিকের নাম তপন প্রামানিক।সে কালুখালী উপজেলার গড়িয়ানা গ্রামের গোবিন্দ প্রামানিকের পুত্র।
সে কালুখালীর কালিবাড়ী – রুপসা সড়কের প্রামানিক পাড়া এলাকায় এই বর্জ্য নিষ্কাশন করছে।
সড়কে মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম এই প্রতিবেদকের সামনেই দূর্ঘটনার শিকার হন। একই সময় ভ্যান চালক রহিম ও আতোর আলী রাস্তা পার হচ্ছিলো। দুই ভ্যান চালক জানান, রাস্তায় বর্জ্য নিষ্কাশন করায় প্রতিদিনই মোটরসাইকেল চালকগন দূর্ঘটনার শিকার হন। এছাড়া ভ্যানযাত্রীদের কাপড় নষ্ট হয়।
খামারী তপন জানায়, এতে এমন কোন ক্ষতি হয় না। একটু দেখে চললেই হয়।
উপজেলা প্রকৌশলী অরুন কুমার জানান, কেউ পাকা রাস্তা বর্জ্য নিষ্কাশন কাজে ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এতে রাস্তায় দূর্ঘটনা বাড়ে। তাছাড়া রাস্তার মান নষ্ট হয়ে যায়।
প্রিন্ট