চাঁপাইনবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা করেছে। শনিবার (০৭ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের শুকুর উদ্দিনের চৌধুরীর মেয়ে আমেনা বেগম (২১) পিঠালু গাছের ডালে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, আজ সকাল আনুমানিক ১১টার দিকে পরিবারের সকলের অগোচরে ভিকটিমের পিতার বাড়ির একটি পুকুরের পাড়ের পাশের পিঠালু গাছের ডালে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
প্রাথমিকভাবে জানা গেছে ওই গৃহবধূর দীর্ঘদিন যাবত ঋতুস্রাব ও রক্তক্ষরণ হওয়ায় মানসিকভাবে সে অসুস্থ হয়ে পড়ে। যার ফলে সে এ কাজটি করেছে। ওই ব্যক্তির লাশ সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মোঃ আবদুস সালাম তালুকদার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।
প্রিন্ট