রনি আহমেদ রাজুঃ
মাগুরার শ্রীপুর উপজেলায় দুটি রিভলভারসহ এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিদেশি পিস্তলসহ বিএনপির এক নেতাকেও আটক করা হয়। রোববার রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান টিটো এবং তারাউজিয়াল গ্রামের বাসিন্দা, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে টিটোর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে দুটি রিভলভার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে সাচ্চুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি চায়না পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী জানান, শরিফুল ইসলাম সাচ্চুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। একইভাবে মিজানুর রহমান টিটোর বিরুদ্ধেও অস্ত্র আইনে মামলা হয়েছে।
স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনায় আলোচনার ঝড় উঠেছে। দুই প্রধান দলের নেতাদের বিরুদ্ধে এ ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রিন্ট