মানিক কুমার দাসঃ
ফরিদপুর সদর উপজেলায় ভাঙা- ফরিদপুর মহাসড়ক সংস্কার ও লেন সম্প্রসারণের দাবিতে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাতে শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত স্টার কাবাব রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন এনামুল হাসান ভিপি গিয়াস।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন আবরার নাদিম ইতু কাজী রিয়াজ, সোহেল রানা , সাংবাদিক শ্রাবণ হাসান, ওয়ালিদ হাসান, জিহাদুল ইসলাম রত্ন, সালমান রহমান পিয়াল, আজিম মাতুব্বর, জনি শেখ প্রমুখ।
এসময় বক্তারা বলেন,” পদ্মাসেতু হবার পর ভাঙ্গা টু ফরিদপুর রাস্তায় ট্রাফিক অনেক বেড়ে গিয়েছে৷ আর স্বাভাবিকভাবেই এই অতিরিক্ত ট্রাফিকের কারণে রাস্তার ক্ষতি হয়েছে। এবং বর্তমানে এই রাস্তায় চলাফেরা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
তাছাড়া অতিরিক্ত যানবাহন রাস্তায় চলায় দূর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় অনেক হতাহতের ঘটনা ঘটছে ৷
আর এজন্য এই রাস্তাটি চার লেনে উন্নীত করার কোন বিকল্প নেই৷ শুধু সংস্কার করে এই অবস্থার উত্তরণ সম্ভব না। এই পরিস্থিতিতে সবাই কঠোর আন্দোলনের পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন৷
বক্তারা বলেন এই রাস্তাটিতে চলতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে এবং সাধারণ মানুষকে দুর্ঘটনার
স্বীকার হতে হয়। এভাবে দিনের পর দিন এই অবস্থা চলতে দেয়া যায় না।
আর তাই এর অবসান হওয়া দরকার। এজন্য আগামী ১৩ জুলাই ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানব বন্ধন এর কর্মসূচি ঘোষণা করা হয়।
এরপর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান; এছাড়া সড়ক ও সেতু মন্ত্রণালয়ের নিকট স্মারকলিপি প্রদান। এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি গ্রহণ করা হবে বলেও আলোচনা সভায় জানানো হয় জানানো হয়। আর এ কার্যক্রমের সফলতায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয় ।
প্রিন্ট