সাজেদুর রহমানঃ
শার্শায় ড্রেন নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরংগজেব সহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে (৭ জুলাই) শার্শা থানার পিছনে এ ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানায় দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন ড্রেন নির্মান কাজ শুরু করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুর পুত্র বহু অপকর্মের হোতা অর্ণব ও তার ভাতিজা নাসিফসহ ৩/৪ জনের সন্ত্রাসী দল ড্রেন নির্মাণ কাজে বাধা দেয় এবং নির্মাণ শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরংগজেব ও যুবদল নেতা আব্দুল জলিল বিষয়টি সমাধানের চেষ্টা করলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে যুবদল নেতা সহ ৩ জনকে মারাত্বক জখম করে। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানাগেছে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরংগজেবের নাকের হাড় ভেংগে গেছে, আবদুল জলিলের হাতে, নাকে ও মুখে মারাত্বক জখম হয়েছে। এ বিষয় নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও সংঘর্ষের আশংকা বিরাজ করছে। যুবদল নেতা সহ ৩ জনের উপর হামলার কথা শুনে হাসপাতালে ছুটে আসেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্বা খাইরুজ্জামান মধু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসি উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী বলেন আওয়ামী লীগের ১৬ বছরে শাসনামলে স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দিনের ছত্র ছায়ায় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে এলাকায় গড়ে সন্ত্রাসী বাহিনী। গোটা শার্শা এলাকা জিম্মি ছিলো তার ও তার পুত্রের কাছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সিরাজুল ইসলাম নামে এজাহার ভুক্ত এক আসামীকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটক অভিযান চলছে।
প্রিন্ট