সোমবার (৭জুলাই) বিকেলে কুষ্টিয়া থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় হয়। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি জেলা শাখার সভাপতি শাহারিয়া ইমন রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি এ্যাড. শামিম উল হাসান অপু।
এ সময়ে তিনি বলেন,সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যা রহস্য উদঘাটিত ও দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এছাড়াও বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নূরুন্নবী বাবু, বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসন শিপলু, খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি অর্পণ মাহমুদ, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ।
মানবন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রুবেল হত্যার প্রকৃত কারণ ও ষড়যন্ত্রকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। মামলার তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট প্রদান করতে হবে। এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে।
প্রিন্ট