কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীর বালু উত্তোলনের অপরাধে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে আরও দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত হলেন, রিপন হোসেন (৩২) ও বিপ্লব হোসেন (৩৩) । তারা শিলাইদহ এলাকার বাসিন্দা। অপরদিকে দণ্ডপ্রাপ্তরা হলেন, সেলিম রেজার ও মো. জিহাদ ।
.
রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে এ জেল-জরিমানা করা হয়।
.
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন ভূমি কার্যালয়ের নাজির শহিদুল ইসলাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
.
আদালত সূত্র জানায়, উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম ও কল্যাণপুর এলাকায় পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। এসময় দুজনকে কারাদণ্ড ও দুজনকে জরিমানা করা হয়।
.
প্রিন্ট