ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পার্বতীপুরে মাদ্রসার ৪ একর জায়গা জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত Logo শার্শায় শিয়াল মারার ফাঁদে কৃষকের মৃত্যু    Logo তানোরে একতা যুব সংঘের নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ফরিদপুর পাসপোর্ট অফিসে ৩ জন রোহিঙ্গা ও ২ জন দালাল আটক Logo দুর্নীতিবাজ-মাফিয়াদের রাজনীতি চাই না”— ঝালকাঠিতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ঘোষণা Logo কুষ্টিয়ায় পাউবোর কোটি টাকার তেল চুরির অভিযোগে দুদকের অভিযান Logo চাঁপাইনবাবগঞ্জে ঘুমের ওষুধ খাইয়ে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার Logo ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিয়ে ৩ বিষয়ে ফেল Logo কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র-মাদকসহ আটক ১ Logo কুষ্টিয়া পৌরসভার গেটে আবর্জনা ফেলে কর্মবিরতিতে পরিচ্ছন্নতা কর্মীরা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দৌলতপুর দ্বীনি শিক্ষায় আলোকিত হচ্ছে শিশুরা

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কান্দির পাড়া প্রধান জামে মসজিদের উদ্যোগে গড়ে ওঠা একটি মক্তব শতাধিক শিশু-কিশোরের দ্বীনি শিক্ষার আলোকিত কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

প্রায় পাঁচ বছর আগে যাত্রা শুরু করা এই মক্তবে বর্তমানে ৯০ জনেরও বেশি শিক্ষার্থী নিয়মিতভাবে কুরআন ও হাদিসের পাঠ নিচ্ছে। ইতোমধ্যে অর্ধ শতাধিক শিক্ষার্থী এখানে কোরআন পাঠ শিখে নিজেদের আলোকিত করেছে।

ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, শৃঙ্খলা এবং সামাজিক দায়বদ্ধতার চেতনা গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে গ্রামজুড়ে তৈরি হয়েছে একটি শান্তিপূর্ণ ও ইসলামিক শিক্ষাবান্ধব পরিবেশ।

এই ধারাবাহিকতায় শনিবার (৫ জুলাই) বিকেলে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন মক্তবের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেধা ও নিষ্ঠার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মসজিদভিত্তিক ধর্মীয় শিক্ষার বিস্তার সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের ছোটবেলা থেকেই কোরআনের আলোয় আলোকিত করা আমাদের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য পরিবেশিত হয় মধ্যাহ্নভোজ।

স্থানীয়দের মতে, এলাকাবাসীর ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাই হোসেনাবাদ কান্দির পাড়াকে এক আদর্শ ইসলামিক শিক্ষাবান্ধব গ্রামে রূপান্তরিত করেছে। তাদের প্রত্যাশা এই মকতব ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে দ্বীনি শিক্ষার সুযোগ সৃষ্টি করবে।

মক্তবের শিক্ষার্থী মারিয়া বলেন, স্কুলের পাশাপাশি কোরআন শিক্ষা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন আসরের নামাজের পর আমরা এখানে কোরআন ও হাদিসের পাঠ নিই। এক অভিভাবক মুজাম্মেল হক জানান, আমার দুই মেয়ে এই মক্তবে পড়ে। বাড়ির পাশে এমন দ্বীনি শিক্ষার সুযোগ পেয়ে আমরা খুবই উপকৃত।

মসজিদের খতিব ও মকতবের শিক্ষক হজরত মাওলানা মেহেদী হাসান বলেন, শুরুতে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী নিয়ে যাত্রা আরম্ভ করেছিলাম।

আল্লাহর অশেষ রহমত ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় আজ এই মক্তব শতাধিক শিশু-কিশোরের দ্বীনি শিক্ষার এক উজ্জ্বল ঠিকানায় পরিণত হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পার্বতীপুরে মাদ্রসার ৪ একর জায়গা জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

error: Content is protected !!

দৌলতপুর দ্বীনি শিক্ষায় আলোকিত হচ্ছে শিশুরা

আপডেট টাইম : ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কান্দির পাড়া প্রধান জামে মসজিদের উদ্যোগে গড়ে ওঠা একটি মক্তব শতাধিক শিশু-কিশোরের দ্বীনি শিক্ষার আলোকিত কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

প্রায় পাঁচ বছর আগে যাত্রা শুরু করা এই মক্তবে বর্তমানে ৯০ জনেরও বেশি শিক্ষার্থী নিয়মিতভাবে কুরআন ও হাদিসের পাঠ নিচ্ছে। ইতোমধ্যে অর্ধ শতাধিক শিক্ষার্থী এখানে কোরআন পাঠ শিখে নিজেদের আলোকিত করেছে।

ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, শৃঙ্খলা এবং সামাজিক দায়বদ্ধতার চেতনা গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে গ্রামজুড়ে তৈরি হয়েছে একটি শান্তিপূর্ণ ও ইসলামিক শিক্ষাবান্ধব পরিবেশ।

এই ধারাবাহিকতায় শনিবার (৫ জুলাই) বিকেলে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন মক্তবের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেধা ও নিষ্ঠার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মসজিদভিত্তিক ধর্মীয় শিক্ষার বিস্তার সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের ছোটবেলা থেকেই কোরআনের আলোয় আলোকিত করা আমাদের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য পরিবেশিত হয় মধ্যাহ্নভোজ।

স্থানীয়দের মতে, এলাকাবাসীর ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাই হোসেনাবাদ কান্দির পাড়াকে এক আদর্শ ইসলামিক শিক্ষাবান্ধব গ্রামে রূপান্তরিত করেছে। তাদের প্রত্যাশা এই মকতব ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে দ্বীনি শিক্ষার সুযোগ সৃষ্টি করবে।

মক্তবের শিক্ষার্থী মারিয়া বলেন, স্কুলের পাশাপাশি কোরআন শিক্ষা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন আসরের নামাজের পর আমরা এখানে কোরআন ও হাদিসের পাঠ নিই। এক অভিভাবক মুজাম্মেল হক জানান, আমার দুই মেয়ে এই মক্তবে পড়ে। বাড়ির পাশে এমন দ্বীনি শিক্ষার সুযোগ পেয়ে আমরা খুবই উপকৃত।

মসজিদের খতিব ও মকতবের শিক্ষক হজরত মাওলানা মেহেদী হাসান বলেন, শুরুতে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী নিয়ে যাত্রা আরম্ভ করেছিলাম।

আল্লাহর অশেষ রহমত ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় আজ এই মক্তব শতাধিক শিশু-কিশোরের দ্বীনি শিক্ষার এক উজ্জ্বল ঠিকানায় পরিণত হয়েছে।


প্রিন্ট