মানিক কুমার দাসঃ
ফরিদপুরে ‘গ্রাম পাঠ মেলা’ নামে একটি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের উদ্যোগে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের বনগ্রামে এ গ্রাম পাঠ মেলার উদ্বোধন করা হয়।
আজ শনিবার বেলা ১১টার দিকে বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম।
–
অনুষ্ঠানে বক্তব্য দেন শিশু সংগঠন ফুলকির সভাপতি অঞ্জলি বালা, সমাজেসেবী আনোয়ারা বেগম, বেসরকারি উন্নয়ন সংস্থা এফডিএর উপদেষ্টা আজহারুল ইসলাম, রাসিনের প্রধান সমন্বয়কারী সিরাহ ই কবীর, ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুর হাদি সাব্বির, ভাঙ্গা মহিলা কলেজের সহকারী অধ্যাপিকা নূরুন্নাহার বেগম, আখচাষী মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী, উপ সহকারী কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।
–
এ অনুষ্ঠানে সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের উদ্যোগে ‘নিরাপদ খাদ্য নিরাপদ’ জীবন প্রকল্পের আওতায় ১০ জন উপকারভোগী নারীর মাঝে জৈব সার তৈরির উপকরণ হিসেবে খুটি, টিন, রিংসহ বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
–
সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম বলেন, আজ শনিবার থেকে ফরিদপুর সদরের প্রত্যন্ত গ্রাম বনগ্রামে একটি পাবলিক লাইব্রেরি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো। দেশের মানুষ বিশেষত তরুণ সমাজ বই বিমুখ পড়ে পড়ছিল, তারা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছিল, তাদের মধ্যে পাঠোভ্যাস গড়ে তোলার জন্য এ ‘পাঠ মেলা’ নামের পাঠাগারটি যাত্রা শুরু করলো
প্রিন্ট