সেলিম সানোয়ার পলাশঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর ৪ নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পিরিজপুর ৪ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে আজ শুক্রবার বিকাল ৫টার সময় পিরিজপুর হাই স্কুল প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
–
কর্মী সম্মেলনে পিরিজপুর ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: আলমগীর হোসেন তোতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সেলিম সানোয়ার পলাশ।
পিরিজপুর ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অরণ্য কুশুম।
–
কর্মী সম্মেলনে বক্তারা বলেন, সকলকে সকল ভেদাভেদ ভুলে গোদাগাড়ী- তানোরের বিএনপির কান্ডারী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনের হাতকে শক্তিশালী করতে এক হয়ে কাজ করতে হবে। সামনে বিএনিপর কঠিন পরীক্ষা। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করে আনতে হবে।
–
বক্তারা আরো বলেন, এখন থেকেই পাড়া মহল্লায় গিয়ে সাধারন মানুষের কাছে ধানের শীষের পক্ষে প্রচার করতে হবে এবং ভোট চাইতে হবে।
–
সম্মেলন বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরিজপুর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সহ সাধারণ সম্পাদক জয়দুল ইসলাম ফেন্সু, বিএনপি নেতা ইয়াসজুদ্দান, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাকিব রাজিব, উপজেলা যুবদলের আহবায়ক কিমিটর সদস্য রফিকুল ইসলাম ( রফিক ডাক্তার), যুবনেতা বাশার, পিরিজপুর ৪নং ওয়ার্ড যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।
প্রিন্ট