পাবনার চাটমোহর শুক্রবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের কাতুলী গ্রামের ওহাব খানের খামারবাড়ি থেকে একটি মেছোবাঘ উদ্ধার করেছে খামারের কর্মীরা।
খামারের কর্মী ফিরোজ হোসেন জানান,রাত ১২টার দিকে মেছোবাঘটি খামারের পুকুরপাড়ে ঘুরছিলো। এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত করলে সেটি অচেতন হয়ে পড়ে। এরপর তাকে সুস্থ করে বেধে রাখা হয়। সকালে আটক করা মেছোবাঘটি দেখতে গ্রামবাসীর ভিড় জমে যায়।
চাটমোহর থানা পুলিশ খবর পেয়ে সেটি উদ্ধার করে নিয়ে যায়। খামারের কর্মী ও গ্রামবাসীর ধারনা আশপাশে আরো মেছোবাঘ ও তার বাচ্চা রয়েছে।
চাটমোহর উপজেলা বন কর্মকর্তা আ.কুদ্দুস জানান,এটি ক্যাচিংফিস। আমাদের হেফাজতে রয়েছে। ইউএনও স্যারের সাথে কথা হয়েছে।
নির্দিষ্ট স্থানে এটি অবমুক্ত করা হবে।
প্রিন্ট