পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের জবেরপুর গ্রামের মো.আফসার আলীর ছেলে মো. আ. সালাম নিখোজের ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মামলায় গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে মামলার বিবাদীদের পক্ষে গ্রামবাসী। শনিবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলার সাড়রা গ্রামে মামলার বিবাদী হেলাল উদ্দিন ও বেলাল হোসেনের বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন বিবাদীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাড়রা গ্রামের মৃত আকবর আলীর ছেলে গ্রাম্যপ্রধান শাহাদত হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৩/০৩/২০২১ ইং তারিখে জবেরপুর গ্রামের আফসার আলীর ছেলে আ.সালাম বাড়ি থেকে স্থানীয় ভাদুনগর বাজারে চা খেতে গিয়ে আর ফিরে আসেনি। এর পরদিন অর্থাৎ ১৪/০৩/২০২১ ইং তারিখে আ.সালামের পিতা আফসার আলী চাটমোহর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়রি করেন।
যার নস্বর ৬৩৯।
বিষয়টি স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ এলাকার সকল মানুষই জানেন। অথচ ঘটনার সাড়ে ৪ মাস পর আ.সালামের স্ত্রী রুমা বেগম চাটমোহর থানায় গত ২ আগষ্ট;২০২১ ইং তারিখ রাতে মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার ৪ বিবাদীকে থানায় ডেকে নিয়ে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের জবেরপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৫০),উথুলী গ্রামের জাহের আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫),সাড়োরা গ্রামের ইন্তাজ আলীর ছেলে মোঃ বেলাল হোসেন (৩৮) ও হেলাল উদ্দিন (৩৬)।
সংবাদ সম্মেলনে বলা হয়, মামলার বাদী আ,সালামের স্ত্রী রুমা বেগম অভিযোগ করেছেন,আ. সালামকে বিবাদীরা বাড়ি থেকে ডেকে নিয়ে গেছেন। এই অভিযোগের কোন ভিত্তি নেই। মামলা মিথ্যে ও পূর্বপরিকল্পিত। আ. সালাম নিখোজ কিংবা হারিয়ে যাওয়ার ঘটনার সাথে মামলার বিবাদীরা কোনভাবেই জড়িত নয়।
আ.সালাম নিজেই আত্মগোপন করেছেন। তিনি পরিবারের সদস্যদের সাথে যোগাযোগও রাখছেন। আসালাম ও তার ভাই মানিক এলাকার নানা অপরাধের সাথে জড়িত। বিবাদীরা সহজ,সরল ও নিরীহ দিনমজুর।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়েছে, বিবাদীর পরিবারগুলো এখন অসহায়। তারা এখন খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। মিথ্যে ও ষড়যন্ত্রমূলক এই মামলায় জড়িয়ে তাদেরকে চরমভাবে হয়রানী ও ক্ষতিগ্রস্থ করার অপচেষ্টা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়। একইসাথে আত্মগোপনে থাকা আ. সালামকে খুঁজে বের করে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিবাদীদের আত্মীয়-স্বজন ও জবেরপুর,উথুলী এবং সাড়োরা গ্রামবাসী উপস্থিত ছিলেন।
প্রিন্ট