আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এর (৪) জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাইয়ের প্রতিবাদে অবস্থান ধর্মঘট করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং শ্রমিক কল্যাণ সমিতির শ্রমিকেরা।
–
জার্মানিয়া ট্রেষ্ট কনসোর্টিয়াম লিমিটেড (জিটিসি)মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড কর্তৃক শ্রমআইন বহির্ভুতভাবে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ও ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুর্ণবহালের দাবিতে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং শ্রমিক কল্যান সমিতির ডাকে অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে।
–
(২ জুলাই) বুধবার সকাল ১০ টা থেকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড এর মুল গেটে এই অবস্থান ধর্মঘট পালন করা হয়।
–
আন্দোলনকারী শ্রমিক নেতারা বলেন আমাদের (৪) জন শ্রমিককে কোন প্রকার নোটিশ না দিয়ে হঠাৎ করে খনি কর্তৃপক্ষ তাঁদের চাকুরী থেকে অব্যহতি প্রদান করে যা শ্রমআইন বহির্ভুত। যতক্ষণ পর্যন্ত খনি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়ে ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহাল না করবেন আমাদের এ আন্দোলন চলমান থাকবে বলে জানান শ্রমিক নেতারা।
প্রিন্ট