মো. ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩০০ ভ্যানচালকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
–
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত।
–
প্রতি প্যাকেট খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি প্যাকেটচাল, এক কেজি মশুর ডাল, এক লিটার তৈল, এক কেজি চিনি, এক কেজি লবণ, হলুদের গুড়ো ও মরিচের গুড়োসহ নানা প্রকার মসলা।
–
বুড়াইচ গ্রামের ভ্যান চালক মনু মিয়া ও বাঁকাইল গ্রামের তুহিন বিশ্বাসসহ অনেকেই জানান, এ বছর এসময় বৃষ্টির মাত্রা অনেক বেশি। প্রায় দিনই বৃষ্টি হয়। বৃষ্টি হলে ভ্যানে যাত্রী উঠেনা। আমাদের আয় অর্ধেকে নেমে এসেছে। আজকে উপজেলা প্রশাসনের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী পেয়ে অনন্ত দুই সপ্তাহ ভালো ভাবে চলতে পারবো। উপস্থিত সকল ভ্যানচালক সকলেই প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
–
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, দরিদ্র ভ্যান চালকের কথা চিন্তা করে আমাদের এ আয়োজন। আশা রাখি এসব খাদ্য সামগ্রী দিয়ে কিছু দিন ভালো ভাবে চলতে পারবে। আমরা সবসময় চেষ্টা করেছি দরিদ্র মানুষের জন্য কিছু করার।
–
ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার সময় একজন প্রতিবন্ধী নারী হুইল চেয়ারে সেখানে উপস্থিত হলে আমরা তাকেও একটি খাদ্য সামগ্রী প্যাকেট তুলে দেই। অল্প সময়ের মধ্যে সকলের সহযোগীতায় সুন্দর ভাবে কাজটি সফল করতে পেরে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রিন্ট