হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালীর হাতিয়ায় নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সম্প্রতি কয়েকটি মিডিয়ায় আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেখানে আমাকে অন্যের বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের সাথে জড়িত বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে আমি বা আমার পরিবারের কোনো সদস্য এ ঘটনার সাথে জড়িত নই।
তিনি আরও বলেন, আমার ছেলেকে একটি পক্ষ আক্রমণ করে আহত করে। সংবাদ পেয়ে আমি দুজন লোক দিয়ে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ অবস্থায় আমি হামলাকারীদের অপেক্ষায় ছিলাম বিষয়টির মীমাংসার জন্য, কারণ তারা আমার প্রতিবেশী। কিন্তু তারা আসেনি। পরে আমি হাতিয়া থানায় একটি মামলা করি। মামলার ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে। অথচ তারা সংবাদ মাধ্যমে অভিযোগ করেছে যে, আমার পক্ষ থেকে তাদের দৌড়ানো ও হুমকি দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে সঠিক সংবাদ প্রকাশের জন্য সংবাদ সম্মেলনে তিনি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু শাহাদাত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ। এ ছাড়া হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট