ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে যুবদলের যৌথ কর্মীসভা Logo পাংশা সরকারী কলেজে জুলাই শহিদ দিবস পালিত Logo কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে মহম্মদপুর Logo কুষ্টিয়া চাঁদা তোলা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ Logo কিছু কিছু দল বাংলাদেশকে মৃত্যুপুরী বানাচ্ছেঃ -মোমিন মেহেদী Logo মধুখালীতে কাঁচা মরিচের দাম হঠাৎ কম হওয়ায় কৃষকেরা হতাশ Logo কালুখালী থেকে কুষ্টিয়া আদালতে হাজিরা দিতে গিয়ে হামলার শিকার Logo ফরিদপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে ‌‌ আলোচনা সভা ‌ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও শর্টগানসহ আটক ২ Logo জাতীয় নাগরিক পার্টি এনসিপির ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দৌলতপুর সীমান্তে মাদক কারবারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ জিয়াউর রহমানঃ

 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মহন আলী (২৬) নামের এক মাদক কারবারিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের ঠোঁটারপাড়া মাঠে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। নিহত মহন আলী জামালপুর গ্রামের মৃত মদন আলীর ছেলে।

এ ঘটনায় হৃদয় (২৪) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সে একই গ্রামের মৃত মসুর আলীর ছেলে।এ ঘটনায় শনিবার ভোরে প্রায় ৯ কোটি টাকার মাদকসহ সোহেল হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে বিজিবি। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠোঁটারপাড়া ও জামালপুরের মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় কয়েকটি মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোহন, হৃদয় ও জনি নামে ৩ জন ঠোটারপাড়ায় অসুস্থ আত্মিয়কে দেখে নিজ বাড়ি ফিরছিলেন।

এ সময় মহন ও হৃদয়ের ওপর প্রতিপক্ষের লোকজন ঠোঁটারপাড়া মাঠে পরপর ২ রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে জনি পালিয়ে গেলেও মহন ও হৃদয় ধরা পড়ে যান। পরে তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে আহত করা হয়। ঘটনার খবর পেয়ে টহলরত বিজিবির একটি দল তাঁদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মহন আলীর মৃত্যু হয়।

এদিকে হত্যার ঘটনার পরে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্তের জামালপুর, ঠোটারপাড়া, মহিষকুন্ডি, ও আশ্রয়ন এলাকায় টানা অভিযান চালিয়ে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে পুরাতন টোটারপাড়া থেকে সন্দেহভাজন ঘাতক ও মাদক কারবারী সোহেলকে আটক করে।

এ সময় সোহেলের কাছ থেকে ভারতীয় ৭৫ বোতল ফেরসিডিল ও ১৭ বোতল এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মুল্য ৮ কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার টাকা। আটক সোহেল ঠোটারপাড়া গ্রামের মিল্টনের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মাদক নিয়ে পুরোনো বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে নিহতের চাচা কদম আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

৪৭ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মাহবুব মোর্শেদ রহমান জানান, আহত হৃদয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলকে হামলাকারীদের একজন হিসেবে শনাক্ত করেছেন। আটক সোহেলকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে যুবদলের যৌথ কর্মীসভা

error: Content is protected !!

দৌলতপুর সীমান্তে মাদক কারবারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

মোঃ জিয়াউর রহমানঃ

 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মহন আলী (২৬) নামের এক মাদক কারবারিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের ঠোঁটারপাড়া মাঠে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। নিহত মহন আলী জামালপুর গ্রামের মৃত মদন আলীর ছেলে।

এ ঘটনায় হৃদয় (২৪) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সে একই গ্রামের মৃত মসুর আলীর ছেলে।এ ঘটনায় শনিবার ভোরে প্রায় ৯ কোটি টাকার মাদকসহ সোহেল হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে বিজিবি। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠোঁটারপাড়া ও জামালপুরের মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় কয়েকটি মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোহন, হৃদয় ও জনি নামে ৩ জন ঠোটারপাড়ায় অসুস্থ আত্মিয়কে দেখে নিজ বাড়ি ফিরছিলেন।

এ সময় মহন ও হৃদয়ের ওপর প্রতিপক্ষের লোকজন ঠোঁটারপাড়া মাঠে পরপর ২ রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে জনি পালিয়ে গেলেও মহন ও হৃদয় ধরা পড়ে যান। পরে তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে আহত করা হয়। ঘটনার খবর পেয়ে টহলরত বিজিবির একটি দল তাঁদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মহন আলীর মৃত্যু হয়।

এদিকে হত্যার ঘটনার পরে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্তের জামালপুর, ঠোটারপাড়া, মহিষকুন্ডি, ও আশ্রয়ন এলাকায় টানা অভিযান চালিয়ে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে পুরাতন টোটারপাড়া থেকে সন্দেহভাজন ঘাতক ও মাদক কারবারী সোহেলকে আটক করে।

এ সময় সোহেলের কাছ থেকে ভারতীয় ৭৫ বোতল ফেরসিডিল ও ১৭ বোতল এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মুল্য ৮ কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার টাকা। আটক সোহেল ঠোটারপাড়া গ্রামের মিল্টনের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মাদক নিয়ে পুরোনো বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে নিহতের চাচা কদম আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

৪৭ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মাহবুব মোর্শেদ রহমান জানান, আহত হৃদয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলকে হামলাকারীদের একজন হিসেবে শনাক্ত করেছেন। আটক সোহেলকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।


প্রিন্ট