মোঃ জিয়াউর রহমানঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মহন আলী (২৬) নামের এক মাদক কারবারিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের ঠোঁটারপাড়া মাঠে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। নিহত মহন আলী জামালপুর গ্রামের মৃত মদন আলীর ছেলে।
-
এ ঘটনায় হৃদয় (২৪) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সে একই গ্রামের মৃত মসুর আলীর ছেলে।এ ঘটনায় শনিবার ভোরে প্রায় ৯ কোটি টাকার মাদকসহ সোহেল হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে বিজিবি। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
-
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠোঁটারপাড়া ও জামালপুরের মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় কয়েকটি মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোহন, হৃদয় ও জনি নামে ৩ জন ঠোটারপাড়ায় অসুস্থ আত্মিয়কে দেখে নিজ বাড়ি ফিরছিলেন।
-
এ সময় মহন ও হৃদয়ের ওপর প্রতিপক্ষের লোকজন ঠোঁটারপাড়া মাঠে পরপর ২ রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে জনি পালিয়ে গেলেও মহন ও হৃদয় ধরা পড়ে যান। পরে তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে আহত করা হয়। ঘটনার খবর পেয়ে টহলরত বিজিবির একটি দল তাঁদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মহন আলীর মৃত্যু হয়।
-
এদিকে হত্যার ঘটনার পরে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্তের জামালপুর, ঠোটারপাড়া, মহিষকুন্ডি, ও আশ্রয়ন এলাকায় টানা অভিযান চালিয়ে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে পুরাতন টোটারপাড়া থেকে সন্দেহভাজন ঘাতক ও মাদক কারবারী সোহেলকে আটক করে।
-
এ সময় সোহেলের কাছ থেকে ভারতীয় ৭৫ বোতল ফেরসিডিল ও ১৭ বোতল এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মুল্য ৮ কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার টাকা। আটক সোহেল ঠোটারপাড়া গ্রামের মিল্টনের ছেলে।
-
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মাদক নিয়ে পুরোনো বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে নিহতের চাচা কদম আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
-
৪৭ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মাহবুব মোর্শেদ রহমান জানান, আহত হৃদয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলকে হামলাকারীদের একজন হিসেবে শনাক্ত করেছেন। আটক সোহেলকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫