সাইফুল ইসলামঃ
নাটোরের সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) সকাল ১০ টায় সিংড়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্র (রিহাব সেন্টার)-এর অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।
–
আরো বক্তব্য রাখেন, নাটোর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা রায়হান, সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক দাউদার মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু, রিহাব সেন্টারের নির্বাহী পরিচালক নুর মোহাম্মাদ হাসু প্রমূখ।
–
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, তরুণ সমাজে এর বিরূপ প্রভাব এবং অবৈধ পাচার প্রতিরোধে প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
প্রিন্ট