হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র সূর্যমুখী ঘাট এলাকায় মৎস্যজীবী ও জেলেদের সার্বিক যোগাযোগ ও ব্যবসায়িক সুবিধার্থে বড় পরিসরে প্রকৌশলী ফজলুল আজিম মাছ ঘাটের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকালে উপজেলার সূর্যমুখী বাজারের পূর্ব পাশে এ মাছ ঘাট উদ্বোধন করা হয়। মাছ ব্যবসায়ী মোহাম্মদ আহছানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা।
এ সময় আরও উপস্থিত ছিলেন:
চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার
পৌরসভা যুবদলের আহ্বায়ক মোমিন উল্যাহ রাছেল
মৎস্য ব্যবসায়ী আরিফ উদ্দিন
সাবেক ইউপি সদস্য আবুল বাসার
আকরাম, রাশেদ, এমরান, ওসমান, নিজাম, রাহাদ, স্বপন, বাবুল প্রমুখ।
এছাড়াও হাতিয়ার বিভিন্ন ঘাটের মাছ ব্যবসায়ী, জেলে সহ প্রায় সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য জেলে নৌকা নিয়ে মেঘনা নদীতে এসে মাছ শিকার করে। এসব জেলেরা মাছ বিক্রি ও নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয়ের জন্য সূর্যমুখী মাছ ঘাট ব্যবহার করে থাকে। কিন্তু এই ঘাটে বড় কোনো মাছের আড়ৎ না থাকায় জেলেরা মাছের ন্যায্য মূল্য পেত না।
জেলেদের চাহিদা ও ব্যবসায়ীদের আগ্রহের কারণে সম্প্রতি এ ঘাটকে মাছ ঘাট হিসেবে পরিণত করা হয়। মাছের প্রকৃত মূল্য নির্ধারণের জন্য সরাসরি ডাকের ব্যবস্থা করা হয়, এবং ঘাটটি পরিচালনার জন্য স্থায়ীভাবে শ্রমিক নিয়োগ করা হয়। সার্বিক সব বিষয় তদারকির জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
মাছ ঘাট উদ্বোধন উপলক্ষে ঘাটের চারপাশে বর্ণিল পতাকা লাগিয়ে সাজানো হয়। উদ্বোধনের পরপরই ঘাটে মাছ বিক্রি শুরু হয়েছে।
হাতিয়াতে এ ঘাট ছাড়াও আরও ১০টি বড় বড় মাছ ঘাট রয়েছে, যাতে প্রতিদিন প্রায় ১০ হাজার জেলে নৌকা ও ফিশিং ট্রলার মাছ বিক্রি করে থাকে।
প্রিন্ট