আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসনে বিষধর সাপে কামড়ের তিনদিন পর কাউসার ভূঁইয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার সকালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বিল্লাল।
মৃত কাউসার ভূঁইয়া চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালিপুর মধ্য গ্রামের বাসিন্দা ও মৃত ফালু ভূঁইয়ার ছোট ছেলে। তিনি এক স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুন দুপুরে কাউসার ভূঁইয়া ধানক্ষেতে গরু তাড়াতে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বাড়ি ফিরে তিনি পরিবারের সদস্যদের জানান, তাকে ‘বল ছাপা’ রঙের একটি সাপ কামড় দিয়েছে। স্থানীয়রা এটিকে রাসেল’স ভাইপার (Russell’s Viper) বলে চেনেন, যা অত্যন্ত বিষাক্ত একটি প্রজাতির সাপ।
প্রথমে তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রিন্ট