ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় নওয়াপাড়া মহিলা কলেজের পাশে ব্রিজে কাজ করায় তার পাশে নির্মাণ করা রাস্তা পানিতে তলিয়ে গিয়ে জনগণের চলাচলে বিগ্ন ঘটে। রাস্তা চলাচলের জন্য ইট ও সুরকি ফেলে উপযোগী করে তুলেছেন উপজেলা আ’লীগ সহসভাপতি শেখ আকরামুজ্জামান কুয়েতি।
বুধবারে সকালে আকরামের ছোট ভাই যুবলীগ নেতা আবুল হোসেন ছটকুর তত্ত¡াবধানে ১০ গাড়ি ইট ও সুড়কি ফেলে রাস্তা চলাচলের উপযোগী করা হয়।
ভ্যান চালক মফিজ হোসেন জানান, এখানে ব্রিজ করায় জন্য এর পাশে নতুন রাস্তা যতটুকু করেছে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আমরা ভ্যানের যাত্রী পাইনা। এ রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারিনা। আকরাম ভাই ও আবুল ভাই নিজ উদ্যোগে চলাচলের উপযোগী করেছেন এজন্য তাদের কে আমরা ধন্যবাদ জানাই।
আবুল হোসেন ছটকু জানান, আমার বড় ভাই শেখ আকরামুজ্জামান কুয়েতি প্রচেষ্টায় সমাজের ভালো কাজ করার জন্য সে লক্ষে নিজেদের উদ্যোগে আপাতত ১০ গাড়ি ইট ও সুড়কি দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করে দিয়েছি, সেই সাথে শ্রমিক দিয়ে রাস্তা পরিস্কার করে দিয়েছি। প্রয়োজন হলে আমরা আরও ইট ও সুরকি দিবো সবাই আমাদের জন্য দোয়া করবেন।
প্রিন্ট