ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

চরভদ্রাসনে গৃহবধুর আত্ম্যহত্যার ঘটনায় স্বামী আটক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নে ৩ আগষ্ট মঙ্গলবার সকাল ৯টার দিকে শুকুরজান(৩৬)নামে এক গৃহবধু আত্ম্যহত্যার ঘটনা ঘটেছে। জানা যায় ঐ ইউনিয়নের পশ্চিম চর শালেপুর গ্রামে স্বামীর বাড়িতে গুল (তামাকজাত দ্রব্য) খেয়ে গৃহবধু আত্ম্যহত্যা করে। এই ঘটনায় গৃহবধুর স্বামী সেখ মাছেম (৪২) কে আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

ঐ ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার আব্দুস সালাম জানায় স্বামীর সাথে দাম্পত্য কলহের জেরে শুকুরজান অভিমান করে একদিন না খেয়ে ছিল এবং ঘটনার দিন সকালে সবার অজান্তে পানি দিয়ে গুল (তামাকজাত দ্রব্য) গুলিয়ে খায় সে। শুকুরজানের স্বামী গুল খাওয়ার ঘটনা টের পেয়ে তার স্ত্রীকে বমি করানোর উদ্দ্যেশ্যে স্থানীয়দের সহায়তায় বাড়িতে পানি ও তেতুল গুলিয়ে খাওয়ান।এইভাবে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালান তারা। পরে গৃহবধুর শারিরীক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়ার পথে বাড়ির সামনের রাস্তায় তার মৃত্যু হয়।

মৃত শুকুরজান শেখ মাছেমের তৃতীয় স্ত্রী। তাদের এই ঘরে কোন সন্তান না থাকলেও মাছেমের আগের ঘরের ৮বছর বয়সী এক কন্যা সন্তান মাছেমের বৃদ্ধ মায়ের কাছে থাকে। শুকুরজানের আগেও দুই বার বিয়ে হয়েছিল বলে জানায় ঐ ইউপি সদস্য।

এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক তুহিন বালা জানান, খবর পেয়ে দুর্গম চর হতে মঙ্গলবার রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন তারা। বুধবার লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় শেখ মাছেমকে আসামী করে গৃহবধুর ভাই শেখ আয়নাল (২৮) বাদি হয়ে চরভদ্রাসন থানায় আত্ম্যহত্যার প্রোরচনার মামলা করেছে যার নং-৪। গৃহবধুর স্বামী আসামি শেখ মাছেমকে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই উপ-পরিদর্শক।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চরভদ্রাসনে গৃহবধুর আত্ম্যহত্যার ঘটনায় স্বামী আটক

আপডেট টাইম : ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
মোঃ মুস্তাফিজুর রহমান বিশেষ প্রতিনিধি, চরভদ্রাশন,ফরিদপুর। :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নে ৩ আগষ্ট মঙ্গলবার সকাল ৯টার দিকে শুকুরজান(৩৬)নামে এক গৃহবধু আত্ম্যহত্যার ঘটনা ঘটেছে। জানা যায় ঐ ইউনিয়নের পশ্চিম চর শালেপুর গ্রামে স্বামীর বাড়িতে গুল (তামাকজাত দ্রব্য) খেয়ে গৃহবধু আত্ম্যহত্যা করে। এই ঘটনায় গৃহবধুর স্বামী সেখ মাছেম (৪২) কে আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

ঐ ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার আব্দুস সালাম জানায় স্বামীর সাথে দাম্পত্য কলহের জেরে শুকুরজান অভিমান করে একদিন না খেয়ে ছিল এবং ঘটনার দিন সকালে সবার অজান্তে পানি দিয়ে গুল (তামাকজাত দ্রব্য) গুলিয়ে খায় সে। শুকুরজানের স্বামী গুল খাওয়ার ঘটনা টের পেয়ে তার স্ত্রীকে বমি করানোর উদ্দ্যেশ্যে স্থানীয়দের সহায়তায় বাড়িতে পানি ও তেতুল গুলিয়ে খাওয়ান।এইভাবে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালান তারা। পরে গৃহবধুর শারিরীক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়ার পথে বাড়ির সামনের রাস্তায় তার মৃত্যু হয়।

মৃত শুকুরজান শেখ মাছেমের তৃতীয় স্ত্রী। তাদের এই ঘরে কোন সন্তান না থাকলেও মাছেমের আগের ঘরের ৮বছর বয়সী এক কন্যা সন্তান মাছেমের বৃদ্ধ মায়ের কাছে থাকে। শুকুরজানের আগেও দুই বার বিয়ে হয়েছিল বলে জানায় ঐ ইউপি সদস্য।

এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক তুহিন বালা জানান, খবর পেয়ে দুর্গম চর হতে মঙ্গলবার রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন তারা। বুধবার লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় শেখ মাছেমকে আসামী করে গৃহবধুর ভাই শেখ আয়নাল (২৮) বাদি হয়ে চরভদ্রাসন থানায় আত্ম্যহত্যার প্রোরচনার মামলা করেছে যার নং-৪। গৃহবধুর স্বামী আসামি শেখ মাছেমকে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই উপ-পরিদর্শক।


প্রিন্ট