ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

উপকূলবাসীর স্বপ্নপূরণ, হাতিয়াকে “নদী বন্দর” ঘোষণা সরকারের

হানিফ উদ্দিন সাকিবঃ

 

নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়াকে ‘নদী বন্দর’ হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। বিষয়টি নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার (৩ জুন) প্রকাশিত এই গেজেট অনুযায়ী, হাতিয়ার চানন্দি ইউনিয়নের চানন্দি চ্যানেলের একটি নির্দিষ্ট অংশকে নদী বন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বন্দর সংক্রান্ত ১৯০৮ সালের একটি আইনের আওতায়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ওই এলাকা নদী পথের দিক থেকে গুরুত্বপূর্ণ এবং সেখানে নৌযান চলাচলের সম্ভাবনা রয়েছে, তাই তাকে আনুষ্ঠানিকভাবে নদী বন্দর ঘোষণা করা হলো।

 

গেজেটে স্পষ্টভাবে বলা হয়েছে, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের চানন্দি চ্যানেলের নির্দিষ্ট কিছু জায়গাকে এই নদী বন্দরের আওতায় আনা হয়েছে। এসব জায়গা চিহ্নিত করা হয়েছে জমির দাগ নম্বর দিয়ে। যেমন—২৩৩, ২৩৬, ২২০ নম্বর দাগ—যা মূলত স্থানীয় ভূমি রেকর্ড অনুযায়ী নির্ধারিত হয়েছে।

 

এই নদী বন্দর ঘোষণার ফলে এখন থেকে ঘোষিত এলাকাটি সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং সেখানে নৌযান চলাচল, পণ্য খালাস বা পরিবহন ইত্যাদি কর্মকাণ্ড আরও নিয়মতান্ত্রিকভাবে চালানো যাবে।

 

এমন একটি ঘোষণায় স্থানীয়দের মাঝে আশা ও সম্ভাবনার সঞ্চার হয়েছে। কারণ এতে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, তেমনি ব্যবসা-বাণিজ্যের সুযোগও বাড়বে। বিশেষ করে হাতিয়ার মতো নদীকেন্দ্রিক উপজেলায় একটি নদী বন্দর হলে কর্মসংস্থান, বিনিয়োগ ও নৌপর্যটনেরও সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

সরকারের এ সিদ্ধান্ত দেশের উপকূলীয় ও নদীনির্ভর অঞ্চলের উন্নয়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তারা বলেন, নদী বন্দরটি পূর্ণাঙ্গ রূপে চালু হলে এতদাঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীর সামাজিক, আর্থিকসহ সার্বিক জীবনমান উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরিপরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

error: Content is protected !!

উপকূলবাসীর স্বপ্নপূরণ, হাতিয়াকে “নদী বন্দর” ঘোষণা সরকারের

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :

হানিফ উদ্দিন সাকিবঃ

 

নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়াকে ‘নদী বন্দর’ হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। বিষয়টি নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার (৩ জুন) প্রকাশিত এই গেজেট অনুযায়ী, হাতিয়ার চানন্দি ইউনিয়নের চানন্দি চ্যানেলের একটি নির্দিষ্ট অংশকে নদী বন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বন্দর সংক্রান্ত ১৯০৮ সালের একটি আইনের আওতায়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ওই এলাকা নদী পথের দিক থেকে গুরুত্বপূর্ণ এবং সেখানে নৌযান চলাচলের সম্ভাবনা রয়েছে, তাই তাকে আনুষ্ঠানিকভাবে নদী বন্দর ঘোষণা করা হলো।

 

গেজেটে স্পষ্টভাবে বলা হয়েছে, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের চানন্দি চ্যানেলের নির্দিষ্ট কিছু জায়গাকে এই নদী বন্দরের আওতায় আনা হয়েছে। এসব জায়গা চিহ্নিত করা হয়েছে জমির দাগ নম্বর দিয়ে। যেমন—২৩৩, ২৩৬, ২২০ নম্বর দাগ—যা মূলত স্থানীয় ভূমি রেকর্ড অনুযায়ী নির্ধারিত হয়েছে।

 

এই নদী বন্দর ঘোষণার ফলে এখন থেকে ঘোষিত এলাকাটি সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং সেখানে নৌযান চলাচল, পণ্য খালাস বা পরিবহন ইত্যাদি কর্মকাণ্ড আরও নিয়মতান্ত্রিকভাবে চালানো যাবে।

 

এমন একটি ঘোষণায় স্থানীয়দের মাঝে আশা ও সম্ভাবনার সঞ্চার হয়েছে। কারণ এতে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, তেমনি ব্যবসা-বাণিজ্যের সুযোগও বাড়বে। বিশেষ করে হাতিয়ার মতো নদীকেন্দ্রিক উপজেলায় একটি নদী বন্দর হলে কর্মসংস্থান, বিনিয়োগ ও নৌপর্যটনেরও সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

সরকারের এ সিদ্ধান্ত দেশের উপকূলীয় ও নদীনির্ভর অঞ্চলের উন্নয়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তারা বলেন, নদী বন্দরটি পূর্ণাঙ্গ রূপে চালু হলে এতদাঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীর সামাজিক, আর্থিকসহ সার্বিক জীবনমান উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।


প্রিন্ট