মানিক কুমার দাসঃ
ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ইমরান সিদ্দিকী নামে (২৯) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানা গেছে আজ রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে ফরিদপুর ভাংগা থানাধীন বামন কান্দার এক্সপ্রেসওয়ে এর দক্ষিন পাশে ঢাকা ভাংগা মহাসড়ক এর উপর উক্ত সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়।
–
এ সময় ঢাকার দিক হতে আসা রেজিঃ বিহীন এফ জেট মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে – এক্সপ্রেস ওয়ের রেলিং এর সাথে সজোরে আঘাত করলে মটর সাইকেলের চালক ইমরান সিদ্দিক (২৯), পিতা শেখ শুকুর, সাং- চুমুরদি, থানা- ভাংগা, জেলা- ফরিদপুর ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।
–
দুর্ঘটনার পর শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। উক্ত মোটরসাইকেলটি শিবচর হাইওয়ে থানায় আছে। এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
প্রিন্ট