সাজাদুর রহমান
ঈদ- উল আযহা উপলক্ষে টানা ১০ দিনের সরকারি ছুটি শেষে আজ রবিবার (১৫ জুন) সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
–
তবে পেট্রাপোল কাস্টমসে সার্ভার বিকল থাকায় পণ্য আমদানি হয়েছে কম এবং বাংলাদেশী পণ্য রপ্তানি হয়েছে বেশি।
–
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতের পেট্রাপোল কাস্টমস অফিসে সার্ভার বিকল থাকায় এক্সপোর্টের ডকুমেন্টের লিও হচ্ছে না। ফলে পন্য রপ্তানির অনুমোদন করতে পারছে না কাস্টমস কর্তৃপক্ষ। অনলাইন জটিলতা নিরাসন হলেই পূর্বের ন্যায় পন্য রপ্তানি হবে।
–
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, ‘টানা ১০ দিনের ছুটি শেষে আজ সকাল থেকে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। তবে পেট্রাপোল কাস্টমসে সার্ভার বিকল থাকায় পণ্য আমদানি হয়েছে কম ও রপ্তানি আগের মত চলমান আছে। বেনাপোল বন্দর ও কাস্টমসে ধীরগতিতে কার্যক্রম চলছে। বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম ও শুরু হয়েছে। টানা ১০ দিনের ছুটি শেষে সকলে কর্মচাঞ্চল্য হয়ে পড়েছে।
–
বেনাপোল কাস্টম হাউসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের জানান, ১০ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি শুরু হয়েছে। পন্য আমদানির জন্য ৪৫০ টি কনসাইনমেন্টের কার্পাস ( গেট পাস ) হয়েছে। তবে ভারতের পেট্রাপোল কাস্টমসে সার্ভার বিকল থাকায় তারা পণ্য রপ্তানি করতে পারছে না। বিকাল ৫ টা পর্যন্ত ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ৭ ট্রাক এবং রপ্তানি হয়েছে ৫১ ট্রাক পণ্য। স্বাভাবিকভাবেই বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলছে।
প্রিন্ট