হানিফ উদ্দিন সাকিবঃ
হাতিয়ার ধর্মীয় জগতের আলোকবর্তিকা প্রখ্যাত মুহাদ্দিস রুহুল আমিন সাহেবের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দু’আর মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
–
শনিবার (১৪ জুন) সকালে হাতিয়া রহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে উপজেলার এ এম উচ্চ বিদ্যালয়ের হলরুমে উক্ত আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
–
হাতিয়া রহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ও মরহুমের তৃতীয় ছেলে মাওলানা তাওফীকুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ.ইউ.এম ইদ্রিস।
–
বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ আবু সালেহ মোঃ নেছার উদ্দিন, সাবেক অধ্যক্ষ আব্দুল কাদের, অধ্যক্ষ বাহাউদ্দিন, অধ্যক্ষ আব্দুল গফুর, অধ্যক্ষ সুলতান আহম্মদ, সুপার আবু জাফর মুহাম্মদ ইকবাল, প্রধান শিক্ষক আ.ন.ম হাসান, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম,
.
অধ্যক্ষ হাফেজ মোঃ আবুল কাশেম, মরহুমের দৌহিত্র সাব্বির আহমদ তাফসির, নিউমার্কেটে সেক্রেটারি আলহাজ্ব মোঃ আব্দুল কাদের, সুপার মাওলানা মোঃ ইউসুফ, সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মোঃ আকবর আলী, পরিষদের সাবেক সেক্রেটারি মো শাহাদাত হোসেন। সঞ্চালনায় ছিলেন, প্রভাষক মোঃ ইব্রাহিম খলিল উল্লাহ ।
–
বক্তারা তাদের বক্তব্যে প্রখ্যাত মুহাদ্দিস রুহুল আমিন সাহেবের সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয়, শিক্ষা ব্যবস্থায় অসামান্য অবদান সহ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভা শেষে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
প্রিন্ট