ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘুষে ফায়ার লাইসেন্স, ভুয়া বিলের কারসাজি Logo চরভদ্রাসনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওয়ালিদ হোসাইন গ্রেপ্তার Logo চরভদ্রাসনে ১৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo রূপগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও নগদ টাকা উদ্ধার Logo তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে জয়ী ওরা ১১জন মাগুরা Logo রংপুরে সিও বাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণঃ নিহত ১, বহু আহত Logo ফরিদপুরে ড্যাব এর চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo গোমস্তাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু Logo শহীদ সাগরের ১ম মৃত্যুবার্ষিকী আজঃ শোক আর শূণ্যতায় কাতর বাবা-মা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পাংশায় প্রান্তিক জনকল্যাণ সংস্থা কর্তৃক বিনামূল্যে ভ্যান-গরু-ছাগল-হুইল চেয়ার পেল ১৬ জন

-পাংশার লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে বৃহস্পতিবার প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মানবিক সহায়তা হস্তান্তরের সময় প্রধান অতিথি এস.এম. মতিউর রহমান জুয়েলের সাথে ভ্যান প্রাপ্ত সুবিধাভোগীরা ফটো সেশন করেন।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে বৃহস্পতিবার (১২ জুন) বিকালে প্রান্তিক জনকল্যাণ সংস্থার স্বাবলম্বী প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকার ১৬জন অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে ভ্যান, গরু, ছাগল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রান্তিক জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) এস.এম. মতিউর রহমান জুয়েল বক্তব্য রাখেন।

তিনি বলেন, প্রান্তিক জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা দরিদ্র ও অসহায় পরিবারের মানুষকে স্বাবলম্বী করার প্রয়াসে নানামুৃখী পদক্ষেপ গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় এবারে বিভিন্ন এলাকার অসচ্ছল পরিবারের ৬জনকে ভ্যান, ৭জনকে ছাগল, ১জনকে ১টি গরু ও ১জন প্রতিবন্ধীকে ছাগল ও হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

সংস্থার প্রধান উপদেষ্টা আরো বলেন, আমাদের আজীবন সদস্যদের অনুদানের টাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা প্রকৃত দরিদ্রদের হাতে মানবিক সহায়তা হিসেবে গরু-ছাগল কিংবা ভ্যান তুলে দিচ্ছি, যেন তারা নিজেরা কিছু উপার্জন করে পরিবার নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন।

তিনি আরো বলেন, আমরা দেখেছি- আগে যাদের ১টি গরু বা ২টি ছাগল দিয়েছিলাম, আজ তাদের কাছে চারটি গরু বা আট-নয়টি ছাগল রয়েছে। অর্থাৎ তারা স্বাবলম্বী হয়েছেন। একজন গরীব মানুষ যদি নিজের পরিশ্রমে উঠে দাঁড়াতে পারেন, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা চাই মানুষ কর্ম করে স্বাবলম্বী হোক। যেন দারিদ্রতা সারা জীবনের পরিচয় না হয়ে থাকে।
এস.এম. মতিউর রহমান জুয়েল সুবিধাভোগীদের হাতে ভ্যানের চাবি, এবং গরু ও ছাগল হস্তান্তর করেন এবং স্বাবলম্বী হওয়ার আহবান জানান।

সুবিধাভোগীরা হলেন, পাংশার কশবামাজাইল ইউপির কেওয়া গ্রামের নিহাল উদ্দিন মোল্লা ১টি গাভী গরু, কলিমহর ইউপির হোসেনডাঙ্গা গ্রামের আবুল কাশেম (প্রতিবন্ধী) ২টি ছাগল ও ১টি হুইল চেয়ার, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার গাংকুলা গ্রামের আব্দুল আলিম ২টি ছাগল, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিলধামু গ্রামের রেহেনা খাতুন ২টি ছাগল, কালুখালী উপজেলার সাওরাইল ইউপির বিষয়সাওরাইল গ্রামের রাসেল মিয়া ২টি ছাগল, রতনদিয়া ইউপির বল্লবপুর গ্রামের আসু খান ২টি ছাগল, কুষ্টিয়া জেলার খোকসা থানার চাঁদট বনগ্রামের মমতাজ বেগম ১টি ছাগল, একই গ্রামের তারা খাতুন ১টি ছাগল, পাংশার কশবামাজাইল ইউপির বড়কোলা গ্রামের মোছাঃ মমতাজ বেগম ১টি ছাগল, লক্ষীপুর গ্রামের মেহেদী হাসান রিপন ১টি ছাগল, পাট্টা ইউপির বয়রাট গ্রামের রইচ উদ্দিন ১টি ছাগল, লক্ষীপুর গ্রামের ইলিয়াস ১টি ভ্যান, কশবামাজাইল ইউপির কেওয়া গ্রামের নজরুল ইসলাম মোল্লা ১টি ভ্যান ও ভাতশালা গ্রামের সবুজ ১টি ভ্যান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামির হোসেন, প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি মহিদুর রহমান হিরা, কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ কেরামত আলী রতন, শাহ মোঃ এনামুল কবিরসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষে ফায়ার লাইসেন্স, ভুয়া বিলের কারসাজি

error: Content is protected !!

পাংশায় প্রান্তিক জনকল্যাণ সংস্থা কর্তৃক বিনামূল্যে ভ্যান-গরু-ছাগল-হুইল চেয়ার পেল ১৬ জন

আপডেট টাইম : ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে বৃহস্পতিবার (১২ জুন) বিকালে প্রান্তিক জনকল্যাণ সংস্থার স্বাবলম্বী প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকার ১৬জন অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে ভ্যান, গরু, ছাগল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রান্তিক জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) এস.এম. মতিউর রহমান জুয়েল বক্তব্য রাখেন।

তিনি বলেন, প্রান্তিক জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা দরিদ্র ও অসহায় পরিবারের মানুষকে স্বাবলম্বী করার প্রয়াসে নানামুৃখী পদক্ষেপ গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় এবারে বিভিন্ন এলাকার অসচ্ছল পরিবারের ৬জনকে ভ্যান, ৭জনকে ছাগল, ১জনকে ১টি গরু ও ১জন প্রতিবন্ধীকে ছাগল ও হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

সংস্থার প্রধান উপদেষ্টা আরো বলেন, আমাদের আজীবন সদস্যদের অনুদানের টাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা প্রকৃত দরিদ্রদের হাতে মানবিক সহায়তা হিসেবে গরু-ছাগল কিংবা ভ্যান তুলে দিচ্ছি, যেন তারা নিজেরা কিছু উপার্জন করে পরিবার নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন।

তিনি আরো বলেন, আমরা দেখেছি- আগে যাদের ১টি গরু বা ২টি ছাগল দিয়েছিলাম, আজ তাদের কাছে চারটি গরু বা আট-নয়টি ছাগল রয়েছে। অর্থাৎ তারা স্বাবলম্বী হয়েছেন। একজন গরীব মানুষ যদি নিজের পরিশ্রমে উঠে দাঁড়াতে পারেন, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা চাই মানুষ কর্ম করে স্বাবলম্বী হোক। যেন দারিদ্রতা সারা জীবনের পরিচয় না হয়ে থাকে।
এস.এম. মতিউর রহমান জুয়েল সুবিধাভোগীদের হাতে ভ্যানের চাবি, এবং গরু ও ছাগল হস্তান্তর করেন এবং স্বাবলম্বী হওয়ার আহবান জানান।

সুবিধাভোগীরা হলেন, পাংশার কশবামাজাইল ইউপির কেওয়া গ্রামের নিহাল উদ্দিন মোল্লা ১টি গাভী গরু, কলিমহর ইউপির হোসেনডাঙ্গা গ্রামের আবুল কাশেম (প্রতিবন্ধী) ২টি ছাগল ও ১টি হুইল চেয়ার, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার গাংকুলা গ্রামের আব্দুল আলিম ২টি ছাগল, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিলধামু গ্রামের রেহেনা খাতুন ২টি ছাগল, কালুখালী উপজেলার সাওরাইল ইউপির বিষয়সাওরাইল গ্রামের রাসেল মিয়া ২টি ছাগল, রতনদিয়া ইউপির বল্লবপুর গ্রামের আসু খান ২টি ছাগল, কুষ্টিয়া জেলার খোকসা থানার চাঁদট বনগ্রামের মমতাজ বেগম ১টি ছাগল, একই গ্রামের তারা খাতুন ১টি ছাগল, পাংশার কশবামাজাইল ইউপির বড়কোলা গ্রামের মোছাঃ মমতাজ বেগম ১টি ছাগল, লক্ষীপুর গ্রামের মেহেদী হাসান রিপন ১টি ছাগল, পাট্টা ইউপির বয়রাট গ্রামের রইচ উদ্দিন ১টি ছাগল, লক্ষীপুর গ্রামের ইলিয়াস ১টি ভ্যান, কশবামাজাইল ইউপির কেওয়া গ্রামের নজরুল ইসলাম মোল্লা ১টি ভ্যান ও ভাতশালা গ্রামের সবুজ ১টি ভ্যান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামির হোসেন, প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি মহিদুর রহমান হিরা, কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ কেরামত আলী রতন, শাহ মোঃ এনামুল কবিরসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


প্রিন্ট