ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁদা আদায়ের অভিযোগে বেনাপোল বন্দরের ৬০ জন আনসার সদস্যকে বদলী Logo লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত Logo নিখোঁজ কন্যাকে ফিরে পেতে সাংবাদিক সম্মেলন করছে ভুক্তভোগী পরিবার Logo বাঘায় ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীদের সড়কে মানববন্ধন Logo নড়াইলে দোকানঘর পোড়ানোর মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত Logo ফরিদপুরে ‌ শহীদ মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের ‌ ৪৯ তম ‌ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Logo রাজাপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগ মাদ্রসা শিক্ষকের বিরুদ্ধে Logo ভেড়ামারায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত Logo তানোরে ভুয়া প্রতিবন্ধী দেখিয়ে টাকা আত্মসাৎ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৃণমুলে জনপ্রিয় মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দুর্বৃত্তদের আগুনে পুড়ল ক্যাফে, চার বন্ধুর স্বপ্ন ছাই

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর এলাকায় চার বন্ধুর স্বপ্নের প্রতিষ্ঠান ‘তাল তলা ক্যাফে’তে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১১ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে।

 

জানা গেছে, কুমারখালী-ইসলামী বিশ্ববিদ্যালয় সড়কের দুই পাশে সারি সারি তালগাছ ও প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিনই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। ওই সৌন্দর্যের মাঝেই এক বছর আগে প্রায় ১৩ শতাংশ জমির ওপর ‘তাল তলা ক্যাফে’ গড়ে তোলেন চার বন্ধু—ঢাকা ওয়াল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহ রুবায়েত ইসলাম রোহান, কুষ্টিয়া সরকারি কলেজের স্বাধীন আহমেদ ও রিয়াদ এবং কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সজিব আহমেদ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামের শফি মণ্ডলের ছেলে সজল তার ১০-১২ জন বন্ধু ও স্বজনকে নিয়ে ক্যাফেতে আসেন। তারা বিনা টিকিটে ক্যাফের দোলনা নৌকায় ওঠেন। এতে ক্যাফে কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সজলরা ক্যাফে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাত ১২টার দিকে সেখান থেকে চলে যান। পরে রাত আড়াইটার দিকে ক্যাফের প্রধান ঘরে আগুন লাগে।

 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ক্যাফের প্রধান ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত। পড়ে রয়েছে পুড়ে যাওয়া গ্যাসের সিলিন্ডার, চুলা, ওভেনসহ আসবাব ও পণ্যসামগ্রী। ঘটনাস্থল থেকে ফিরে যাচ্ছেন হতাশ দর্শনার্থীরা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শনার্থী বলেন, “কুষ্টিয়া শহরে পরিবার নিয়ে বেড়াতে এসেছিলাম। কিন্তু রাতের ঘটনায় ক্যাফে পুড়ে যাওয়ায় ফিরে যাচ্ছি।”

 

তাল তলা ক্যাফের অন্যতম মালিক শাহ রুবায়েত ইসলাম রোহান বলেন, “চার বন্ধু মিলে এক বছর আগে ক্যাফেটি চালু করেছিলাম। পরিকল্পনা ছিল আরও বড় করার। কিন্তু সজল ও তার সঙ্গীদের হুমকির পরই রাতে আগুন লাগে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। শত্রুতার জেরেই তারা আগুন দিয়েছে বলে ধারণা করছি।”

 

এ ঘটনায় অভিযুক্ত সজলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল বলেন, “তাল তলা ক্যাফের চার বন্ধু যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।”


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদা আদায়ের অভিযোগে বেনাপোল বন্দরের ৬০ জন আনসার সদস্যকে বদলী

error: Content is protected !!

দুর্বৃত্তদের আগুনে পুড়ল ক্যাফে, চার বন্ধুর স্বপ্ন ছাই

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর এলাকায় চার বন্ধুর স্বপ্নের প্রতিষ্ঠান ‘তাল তলা ক্যাফে’তে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১১ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে।

 

জানা গেছে, কুমারখালী-ইসলামী বিশ্ববিদ্যালয় সড়কের দুই পাশে সারি সারি তালগাছ ও প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিনই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। ওই সৌন্দর্যের মাঝেই এক বছর আগে প্রায় ১৩ শতাংশ জমির ওপর ‘তাল তলা ক্যাফে’ গড়ে তোলেন চার বন্ধু—ঢাকা ওয়াল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহ রুবায়েত ইসলাম রোহান, কুষ্টিয়া সরকারি কলেজের স্বাধীন আহমেদ ও রিয়াদ এবং কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সজিব আহমেদ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামের শফি মণ্ডলের ছেলে সজল তার ১০-১২ জন বন্ধু ও স্বজনকে নিয়ে ক্যাফেতে আসেন। তারা বিনা টিকিটে ক্যাফের দোলনা নৌকায় ওঠেন। এতে ক্যাফে কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সজলরা ক্যাফে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাত ১২টার দিকে সেখান থেকে চলে যান। পরে রাত আড়াইটার দিকে ক্যাফের প্রধান ঘরে আগুন লাগে।

 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ক্যাফের প্রধান ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত। পড়ে রয়েছে পুড়ে যাওয়া গ্যাসের সিলিন্ডার, চুলা, ওভেনসহ আসবাব ও পণ্যসামগ্রী। ঘটনাস্থল থেকে ফিরে যাচ্ছেন হতাশ দর্শনার্থীরা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শনার্থী বলেন, “কুষ্টিয়া শহরে পরিবার নিয়ে বেড়াতে এসেছিলাম। কিন্তু রাতের ঘটনায় ক্যাফে পুড়ে যাওয়ায় ফিরে যাচ্ছি।”

 

তাল তলা ক্যাফের অন্যতম মালিক শাহ রুবায়েত ইসলাম রোহান বলেন, “চার বন্ধু মিলে এক বছর আগে ক্যাফেটি চালু করেছিলাম। পরিকল্পনা ছিল আরও বড় করার। কিন্তু সজল ও তার সঙ্গীদের হুমকির পরই রাতে আগুন লাগে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। শত্রুতার জেরেই তারা আগুন দিয়েছে বলে ধারণা করছি।”

 

এ ঘটনায় অভিযুক্ত সজলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল বলেন, “তাল তলা ক্যাফের চার বন্ধু যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।”


প্রিন্ট