হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অপরাধে মো: হানিফ নামে একজনকে আটক করেছে বনরক্ষিরা। বুধবার ( ১১ জুন) বনবিভাগের করা মামলায় আটক দেখিয়ে তাকে কোট হাজতে পাঠানো হয়।
–
আটক মো: হানিফ (৪৭) হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত কামাল উদ্দিনের ছেলে। এর আগে মঙ্গলবার বিকালে জাহাজমারা চর ইউনুছ সংরক্ষিত বন থেকে তাকে আটক করা হয়।
–
মামলার সূত্রে জানাযায়, একটি গ্রুপ দীর্ঘদিন থেকে জাহাজমারা চর ইউনুছ এলাকায় সংরক্ষিত বনের গাছ কেঠে জমি আবাদের চেষ্ঠা করে আসছে। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ৫-৬ জন গভীর বনে পালিয়ে যায়। তারা সবাই বনের মধ্যে গাছ কাটার সাথে জড়িত ছিল। গাছ কাটার কাজে ব্যবহ্রত দা, কুড়াল ও করাত জব্দ করা হয়।
–
এই বিষয়ে জাহাজমারা রেঞ্জের সহকারি বন সংরক্ষক একেএম আরিফ উজ জামান বলেন, আটক ব্যাক্তিকে বন আইনে করা মামলায় আদালতে পাঠানো হয়েছে। উপক’লীয় এলাকায় বন রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট