নড়াইল পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী আনজুমান আরা কর্মী সমর্থকদের নিয়ে বিশাল নির্বাচনী শোডাউন দিয়েছেন। সোমবার (৭ডিসেম্বর) বিকেলে নড়াইল পৌরবাসীর ব্যানারে শহরের চরেরঘাট এলাকা থেকে একটি মটর শোভাযাত্রা নড়াইল পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে।
মটর শোভাযাত্রার আগে মেয়র প্রার্থী এক শুভেচ্ছা বক্তব্যে বলেন, তিনি পৌর মেয়র হলে একটি পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরি গড়বেন এবং পৌরবাসীকে প্রকৃত নাগরিক সুবিধা দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইফসুফ, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী রওশন আরা কবির লিলি, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, জেলা যুবলীগ নেতা খোকন সাহা, জেলা পরিষদ সদস্য নাজনীন সুলতানা রোজি, ইজিবাইক সমিতির সাধারন সম্পাদক তরিকুল ইসলাম,সিকদার মন্জুরুল ইসলাম পান্নু প্রমুখ।পরে তার পক্ষে ৫ শতাধিক মটরসাইকেল নড়াইল পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, নির্বাচনী তফশীল ঘোষণা না হলেও আসন্ন নড়াইল ও কালিয়া পৌরসভা মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা বসে নেই। এ দু’পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনয়ন চেয়েছেন ২১জন। এর মধ্যে নড়াইল পৌরসভায় ১১জন এবং কালিয়া পৌরসভায় ১০জন। প্রার্থীরা সবাই মনোনয়ন পেতে কেন্দ্রে দৌড়-ঝাঁপ করছেন।
ইতিমধ্যে দলীয় প্রার্থীরা শোডাউনের মাধ্যমে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাদের রাজনৈতিক পরিচয়, জীবনবৃত্তান্তসহ আবেদন ফরম জমা দিয়েছেন। ইতোমধ্যে এসব আবেদন কেন্দ্রে পৌছে।
জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ বলেন, আগামি বৃহস্পতিবারের মধ্যে নড়াইল ও কালিয়া পৌরসভার নির্বাচনী তফসীল ঘোষণা করা হতে পারে।
অন্যান্য বক্তরা বলেন, আমরা জেলা মহিলা আওয়ামী লীগের ত্যাগী পরীক্ষীত এবং সাবেক ছাত্রলীগ নেতা আনজুমান আরাকে মেয়র হিসেবে দেখতে চাই।
প্রিন্ট