আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে মোঃ ওয়াসিম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
–
মৃত মোঃ ওয়াসিম উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আব্দর রশিদের ছেলে।
–
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, মৃত ওয়াসিম দুপুরে তার আধা পাকা রান্না ঘর মেরামত করার সময় রান্না ঘরের টিনের চালের সাথে বিদ্যুতের সংযোগ ছিলো সে না বুঝতে পেরে হঠাৎ টিন গুলো ধরে টান দেওয়ার সাথে সাথে বিদ্যুতে শর্ট লেগে মাটিতে লুটিয়ে পড়ে।
–
পরে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
প্রিন্ট