ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

শার্শায় ছুরিকাঘাতে নিহত ১, আহত ১

-ছবিঃ প্রতীকী।

সাজেদুর রহমানঃ

যশোরের শার্শা উপজেলার নাভারণে ছুরিকাঘাতে সবুজ (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় রাজু (২২) নামে একজন গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে নাভারণের নেহা পেট্রোল পাম্পসংলগ্ন একটি মাটির রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ যাদবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আহত রাজু একই গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ, রাজু ও কালু (৩৫) মাঠের দিকে যাওয়ার পথে অজ্ঞাত ২ যুবকের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায়। সবুজ ও রাজু গুরুতর আহত হয় এবং কালু পালিয়ে গিয়ে স্থানীয়দের খবর দেন।
পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। রাজুর অবস্থা আশংকজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়, বর্তমানে সে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন, ছুরিকাঘাতে যুবক নিহতের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। হামলার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও আটক অভিযান অভ্যাহত আছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরিপরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

error: Content is protected !!

শার্শায় ছুরিকাঘাতে নিহত ১, আহত ১

আপডেট টাইম : ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :

সাজেদুর রহমানঃ

যশোরের শার্শা উপজেলার নাভারণে ছুরিকাঘাতে সবুজ (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় রাজু (২২) নামে একজন গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে নাভারণের নেহা পেট্রোল পাম্পসংলগ্ন একটি মাটির রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ যাদবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আহত রাজু একই গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ, রাজু ও কালু (৩৫) মাঠের দিকে যাওয়ার পথে অজ্ঞাত ২ যুবকের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায়। সবুজ ও রাজু গুরুতর আহত হয় এবং কালু পালিয়ে গিয়ে স্থানীয়দের খবর দেন।
পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। রাজুর অবস্থা আশংকজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়, বর্তমানে সে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন, ছুরিকাঘাতে যুবক নিহতের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। হামলার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও আটক অভিযান অভ্যাহত আছে।


প্রিন্ট