আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরে বেসরকারি সংস্থা এনজিও ব্র্যাকের নিজস্ব খমারে উৎপাদন করা উন্নতজাতের (চিকন) ব্র্যাক-১৮(হাইব্রিড) ধান বীজ বিতরণ করা হয়েছে। ব্র্যাক-১৮ (হাইব্রিড) ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে,ব্র্যাকের সদস্যদের মধ্যে বিনামূল্যে এসব ধান বীজ বিতরন ও প্রমিক্ষন দেয়া হয়।
–
জানা গেছে, চলতি বছরের ৩ জুন মঙ্গলবার ব্র্যাক হলঘরে মোট ৭০ জন কৃষককে প্রশিক্ষন ও সকলকে বিনামূল্যে দুই কেজি করে ধান বীজ দেয়া হয়। প্রতি কেজি ধান বীজের মুল্য প্রায় ৫শ’ টাকা। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মহাতাব হোসেন, শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম(এনসিডিপি) ও শাখা ব্যবস্থাপক (দাবি) উসমান গণিপ্রমুখ।
–
উপজেলায় মোট ২৮৯ জন কৃষককে বিনামূল্যে দুই কেজি করে ধান বীজ দেয়া হবে। দুই কেজি ধানে দুই শতক জমতি বীজতলা তৈরী ও ৩৩ শতক জমিতে বপন করা যাবে। প্রতি হেক্টরে ধানের উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়ে প্রায ৮০ মণ।
প্রিন্ট