রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ জেলের ভেসে ওঠা লাশ নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। মৃত জেলে জহুরুল ইসলাম (৪০) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো: হুজরত সরদারের ছেলে। মঙ্গলবার (৩ জুন) সকালে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
–
জানা যায় রবিবার সকালে জহুরুল ৮-১০ জন জেলের সাথে মাছ ধরতে পদ্মা নদীতে যায়। বিকালে বাড়ি ফেরার পথে উপজেলার চর মহাদিয়াড় এলাকায় ঝড়ের কবলে পড়ে সন্ধ্যা সাতটার দিকে তার নৌকাটি ডুবে যায়। এ সময় বাকি জেলেরা জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হন জহুরুল ইসলাম। পরে স্থানীয়দের সহায়তায় মোমবার সারাদিন লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও রাজশাহী থেকে আগত ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালায়।
–
সোমবার দিনগত রাত বারোটার দিকে তার লাশ ভেসে উঠলে নদী থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার স্টেশন কর্মকর্তা একেএম লতিফুল বারী। পরে মঙ্গলবার সকালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয় বলে নিশ্চিত করেছেন লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান।
প্রিন্ট