শুভাশীষ ভট্টাচার্য্য তুষারঃ
পাবনার চাটমোহরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সেবাগ্রহীতার সেবার মানোন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ৩ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
–
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা। প্রধান অতিথির বক্তব্যে দেন, পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাশেদুল কবীর।
–
আরোও বক্তব্য দেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আফাজ উদ্দিন, সহকারী পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, চাটমোহর উপজেলা প.প কর্মকর্তা ওমর ফারুক বুলবুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি, উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।
–
এসময় জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা খলিলুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের ভাতাভোগী,সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।
–
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, সামাজিক নিরাপত্তা ও সেবাগ্রহীতার সেবার মানোন্নয়নে উপজেলার মোট ২১ হাজার ৪ শত ৫৪ জন- বয়স্ক ভাতা,বিধবা ও স্বামী নিগৃহীতা,প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা এবং হিজড়া ভাতাভোগীর মাঝে এ সেবা দেওয়া হচ্ছে।
প্রিন্ট