ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পে চরভদ্রাসনে জেলেদের মাঝে ১৬টি গরু বিতরণ

আসলাম বেপারীঃ

 

ইলিশ সম্পদ রক্ষা ও জেলেদের বিকল্প আয়ের ব্যবস্থা করতে সরকারের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ১৬টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।

গরু বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আবু সিদ্দিক হানিফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সজিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হোসেন বিপ্লব এবং চরঝাউকান্দা ইউনিয়নের চেয়ারম্যান বদুরুজ্জামন মৃধা (বদু)। এছাড়াও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুফলভোগী ও স্থানীয় মৎস্যজীবীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রকল্পটির মাধ্যমে জেলেদের বিকল্প আয়ের উৎস সৃষ্টির পাশাপাশি ইলিশ সংরক্ষণে ভূমিকা রাখার কথা বলা হয়। প্রধান অতিথি মনিরা খাতুন বলেন, “জেলেদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। গরু পালন তাদের জন্য একটি টেকসই আয়ের মাধ্যম হবে।”

উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ হানিফ গরু পালন সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ ও চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস দেন। অন্যদিকে, মৎস্য কর্মকর্তা নাইম হোসেন বিপ্লব ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান।

সুফলভোগী জেলেরা তাদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সহায়তা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউনিয়ন চেয়ারম্যান বদুরুজ্জামন মৃধা এ ধরনের উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ বছর সারাদেশে জেলেদের জন্য বিভিন্ন বিকল্প কর্মসংস্থানমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই-আগস্টে শহীদদের স্মরণে মহম্মদপুরে বিএনপির মৌন মিছিল

error: Content is protected !!

ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পে চরভদ্রাসনে জেলেদের মাঝে ১৬টি গরু বিতরণ

আপডেট টাইম : ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :

আসলাম বেপারীঃ

 

ইলিশ সম্পদ রক্ষা ও জেলেদের বিকল্প আয়ের ব্যবস্থা করতে সরকারের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ১৬টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।

গরু বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আবু সিদ্দিক হানিফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সজিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হোসেন বিপ্লব এবং চরঝাউকান্দা ইউনিয়নের চেয়ারম্যান বদুরুজ্জামন মৃধা (বদু)। এছাড়াও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুফলভোগী ও স্থানীয় মৎস্যজীবীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রকল্পটির মাধ্যমে জেলেদের বিকল্প আয়ের উৎস সৃষ্টির পাশাপাশি ইলিশ সংরক্ষণে ভূমিকা রাখার কথা বলা হয়। প্রধান অতিথি মনিরা খাতুন বলেন, “জেলেদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। গরু পালন তাদের জন্য একটি টেকসই আয়ের মাধ্যম হবে।”

উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ হানিফ গরু পালন সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ ও চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস দেন। অন্যদিকে, মৎস্য কর্মকর্তা নাইম হোসেন বিপ্লব ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান।

সুফলভোগী জেলেরা তাদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সহায়তা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউনিয়ন চেয়ারম্যান বদুরুজ্জামন মৃধা এ ধরনের উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ বছর সারাদেশে জেলেদের জন্য বিভিন্ন বিকল্প কর্মসংস্থানমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


প্রিন্ট