ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তানোরে আলুর বস্তার ভাড়া ১২ টাকা ! Logo দিনাজপুর জেলা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজ ২৪৫ ফুলবাড়ী থানা উপ কমিটির পরিচিতি ও সংবর্ধনা Logo কুষ্টিয়া ছাগলের ঘাঁস কাঁটতে গিয়ে নরসুন্দরের রহস্যজনক মৃত্যু Logo ইবিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা Logo ফুলবাড়ীতে কাজিহাল ইউনিয়নের কয়েকটি হাট পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার Logo কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময় Logo কুষ্টিয়ায় হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo ডিভোর্সী নারীকে বিয়ে নিয়ে দ্বন্দ্বঃ যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত Logo পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী বাবুল সরদার গ্রেফতার Logo শালিখায় বি.এন.পি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত 
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

আলফাডাঙ্গায় ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডায়াগনিস্টিক সেন্টারের মালিক ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ইমরান হোসেন লস্করের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ রাখার ঘোষণা করেছেন আলফাডাঙ্গা বাজার ব্যবসায়ীরা।

শুক্রবার (৩০ মে) সকাল ১১টার দিকে থানার সামনে অবস্থিত এনামুলের চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে মাইকিং করে সদর বাজারের সব দোকানপাট বন্ধ ঘোষণা করেন বাজার বণিক সমিতির আহ্বায়ক এসএম খোসবুর রহমান খোকন।

স্থানীয় ব্যবসায়ী ও বণিক সমিতি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে থানার মেইন গেট সংলগ্ন এনামুলের চায়ের দোকানের সামনে থেকে কয়েকজন আলফাডাঙ্গা সদর বাজারের ব্যবসায়ী ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ইমরান হোসেন লস্করের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর আঘাতে রক্তক্ষরণ হলে তাকে দ্রুত আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে সদর বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় বণিক সমিতি। দুপুর ১২টা থেকে এর কার্যক্রম শুরু হয়ে অনির্দিষ্টকালের জন্য এটি বলবৎ থাকবে জানান ব্যবসায়ীরা।

বাজারের চা বিক্রেতা রিনিয়া বেগম বলেন, বাজারের সব দোকানপাট বন্ধ। দুপুরের দিকে মাইকিং শুনে দোকান বন্ধ করে দিয়েছি।

সেবা ফার্মেসির মালিক মাহফুজুর রহমান মাহফুজ দৈনিক সময়ের প্রত্যাশা’কে বলেন, বাজারের সব ফার্মেসি বন্ধ রাখা হয়েছে। খোলার নির্দেশ পেলে খুলে দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা আলমগীর বলেন, মানুষের নিত্য প্রয়োজনীয় ও ওষুধের দোকান, খাবার হোটেল এর আওতামুক্ত রেখে মাইকিং করা হলে অনেক ভালো হতো।

বাজার বস্ত্র সমিতির সাধারণ সম্পাদক এম আর রাসেল আহমেদ বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা গত রমজানেও ব্যবসায়ীদের ওপর হামলা করে। আজ আবার এক ব্যবসায়ীর ওপর হামলা চালায়। ওষুধের দোকানদাররা তারা তাদের নিজেদের উদ্যোগে দোকান বন্ধ রেখেছেন। তবে বিকেলের পর থেকে সব ওষুধ ও খাবারের দোকান খুলে দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে বাজার বণিক সমিতির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস এ প্রতিনিধিকে বলেন, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল গণমাধ্যমকে বলেন, দোকানপাট বন্ধের বিষয়টি জানতে পেরেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে আলুর বস্তার ভাড়া ১২ টাকা !

error: Content is protected !!

আলফাডাঙ্গায় ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :

নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডায়াগনিস্টিক সেন্টারের মালিক ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ইমরান হোসেন লস্করের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ রাখার ঘোষণা করেছেন আলফাডাঙ্গা বাজার ব্যবসায়ীরা।

শুক্রবার (৩০ মে) সকাল ১১টার দিকে থানার সামনে অবস্থিত এনামুলের চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে মাইকিং করে সদর বাজারের সব দোকানপাট বন্ধ ঘোষণা করেন বাজার বণিক সমিতির আহ্বায়ক এসএম খোসবুর রহমান খোকন।

স্থানীয় ব্যবসায়ী ও বণিক সমিতি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে থানার মেইন গেট সংলগ্ন এনামুলের চায়ের দোকানের সামনে থেকে কয়েকজন আলফাডাঙ্গা সদর বাজারের ব্যবসায়ী ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ইমরান হোসেন লস্করের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর আঘাতে রক্তক্ষরণ হলে তাকে দ্রুত আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে সদর বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় বণিক সমিতি। দুপুর ১২টা থেকে এর কার্যক্রম শুরু হয়ে অনির্দিষ্টকালের জন্য এটি বলবৎ থাকবে জানান ব্যবসায়ীরা।

বাজারের চা বিক্রেতা রিনিয়া বেগম বলেন, বাজারের সব দোকানপাট বন্ধ। দুপুরের দিকে মাইকিং শুনে দোকান বন্ধ করে দিয়েছি।

সেবা ফার্মেসির মালিক মাহফুজুর রহমান মাহফুজ দৈনিক সময়ের প্রত্যাশা’কে বলেন, বাজারের সব ফার্মেসি বন্ধ রাখা হয়েছে। খোলার নির্দেশ পেলে খুলে দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা আলমগীর বলেন, মানুষের নিত্য প্রয়োজনীয় ও ওষুধের দোকান, খাবার হোটেল এর আওতামুক্ত রেখে মাইকিং করা হলে অনেক ভালো হতো।

বাজার বস্ত্র সমিতির সাধারণ সম্পাদক এম আর রাসেল আহমেদ বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা গত রমজানেও ব্যবসায়ীদের ওপর হামলা করে। আজ আবার এক ব্যবসায়ীর ওপর হামলা চালায়। ওষুধের দোকানদাররা তারা তাদের নিজেদের উদ্যোগে দোকান বন্ধ রেখেছেন। তবে বিকেলের পর থেকে সব ওষুধ ও খাবারের দোকান খুলে দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে বাজার বণিক সমিতির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস এ প্রতিনিধিকে বলেন, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল গণমাধ্যমকে বলেন, দোকানপাট বন্ধের বিষয়টি জানতে পেরেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।


প্রিন্ট