ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে সড়কের মরা গাছ এখন মরণ ফাঁদ Logo দিনাজপুরে ৬০০ পিচ ইয়াবা সহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার Logo বাঘায় বিদুৎস্পর্শে এক নারীর মৃত্যু ! Logo কুষ্টিয়ায় সন্তান হত্যার হুমকি দিয়ে ভাবিকে ধর্ষণ, কারাগারে দেবর Logo ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo যশোরে ভালো কাজে পুরস্কৃত হলেন পুলিশ সদস্য সোহেল রানা Logo নলছিটিতে মা-ছেলের ইসলাম ধর্ম গ্রহণ Logo দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে চিনা কর্মকর্তা নিহত Logo ওরছে হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহঃ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল Logo মহম্মদপুরে পেঁয়াজ সংরক্ষণে জন্য কৃষকদের মাঝে এয়ার-ফ্লো মেশিন বিতরণ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফলোআপ

ছিনতাই হওয়া ৩০ রাউন্ড গুলি উদ্ধার

অপি মুন্সীঃ

মাদারীপুরের রাজৈরে দুই পুলিশ কনস্টেবলকে মারধর করে ছিনতাই হওয়া শর্টগানের ৩০ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার ভোরে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দীঘিরপাড় এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে কদমবাড়ি ইউনিয়নের দীঘিরপাড়ে গণেশ পাগল সেবাশ্রম আয়োজিত কুম্ভমেলায় জুয়াড়িদের সঙ্গে পুলিশের দুই কনস্টেবল মেহেদী হাসান ও জুবায়ের হাসানের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে জুয়াড়িরা হামলা চালিয়ে তাদের মারধর করে এবং কনস্টেবল মেহেদীর সঙ্গে থাকা সরকারি শর্টগানের ৩০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়।

ঘটনার পরপরই থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযান শুরু করেন। ওইদিন বিকেলে গণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মিরন বিশ্বাসসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

পরে বৃহস্পতিবার রাতেই দুই পুলিশ সদস্য মেহেদী হাসান ও জুবায়ের হাসানকে জেলা পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়। মুঠোফোনে কনস্টেবল মেহেদী হাসান জানান, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি মাদারীপুর পুলিশ লাইন্সে অবস্থান করছেন। তবে ঘটনার সময় তার সঙ্গে আরও কেউ ছিলেন কি না জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। কনস্টেবল জুবায়ের হাসানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ছিনতাই হওয়া শর্টগানের ৩০ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৮ মে) সকাল থেকে শুরু হয়েছে রাজৈরের কদমবাড়িতে প্রায় দেড় শতাব্দী পুরোনো ঐতিহ্যবাহী কুম্ভমেলা, যা স্থানীয়ভাবে ‘কামনার মেলা’ নামেও পরিচিত। শ্রী শ্রী গণেশ পাগলের স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী এই ধর্মীয় উৎসব বাস্তবে পাঁচ দিন পর্যন্ত চলে। দেশ-বিদেশ থেকে ভক্তরা এ মেলায় অংশ নেন।

তবে প্রতিবছরই মেলাকে ঘিরে জুয়া, গাঁজাসেবন, অশ্লীল যাত্রাপালা ও পুতুল নাচের অভিযোগ ওঠে। এ বছর পুলিশের সঙ্গে জুয়াড়িদের সংঘর্ষ এবং সরকারি গুলি ছিনতাইয়ের ঘটনাও সেই বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে সড়কের মরা গাছ এখন মরণ ফাঁদ

error: Content is protected !!

ফলোআপ

ছিনতাই হওয়া ৩০ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :

অপি মুন্সীঃ

মাদারীপুরের রাজৈরে দুই পুলিশ কনস্টেবলকে মারধর করে ছিনতাই হওয়া শর্টগানের ৩০ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার ভোরে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দীঘিরপাড় এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে কদমবাড়ি ইউনিয়নের দীঘিরপাড়ে গণেশ পাগল সেবাশ্রম আয়োজিত কুম্ভমেলায় জুয়াড়িদের সঙ্গে পুলিশের দুই কনস্টেবল মেহেদী হাসান ও জুবায়ের হাসানের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে জুয়াড়িরা হামলা চালিয়ে তাদের মারধর করে এবং কনস্টেবল মেহেদীর সঙ্গে থাকা সরকারি শর্টগানের ৩০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়।

ঘটনার পরপরই থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযান শুরু করেন। ওইদিন বিকেলে গণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মিরন বিশ্বাসসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

পরে বৃহস্পতিবার রাতেই দুই পুলিশ সদস্য মেহেদী হাসান ও জুবায়ের হাসানকে জেলা পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়। মুঠোফোনে কনস্টেবল মেহেদী হাসান জানান, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি মাদারীপুর পুলিশ লাইন্সে অবস্থান করছেন। তবে ঘটনার সময় তার সঙ্গে আরও কেউ ছিলেন কি না জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। কনস্টেবল জুবায়ের হাসানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ছিনতাই হওয়া শর্টগানের ৩০ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৮ মে) সকাল থেকে শুরু হয়েছে রাজৈরের কদমবাড়িতে প্রায় দেড় শতাব্দী পুরোনো ঐতিহ্যবাহী কুম্ভমেলা, যা স্থানীয়ভাবে ‘কামনার মেলা’ নামেও পরিচিত। শ্রী শ্রী গণেশ পাগলের স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী এই ধর্মীয় উৎসব বাস্তবে পাঁচ দিন পর্যন্ত চলে। দেশ-বিদেশ থেকে ভক্তরা এ মেলায় অংশ নেন।

তবে প্রতিবছরই মেলাকে ঘিরে জুয়া, গাঁজাসেবন, অশ্লীল যাত্রাপালা ও পুতুল নাচের অভিযোগ ওঠে। এ বছর পুলিশের সঙ্গে জুয়াড়িদের সংঘর্ষ এবং সরকারি গুলি ছিনতাইয়ের ঘটনাও সেই বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে।


প্রিন্ট