অপি মুন্সীঃ
মাদারীপুরের ডাসারে আঃ ছত্তার শরীফ নামে এক অসহায় ভ্যান চালকের জমি দখলে নেয়ার অভিযোগে প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমি আইনে আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। এদিকে মামলা করায় ওই ভ্যানচালকের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছে প্রভাবশালীরা। এতে করে ওই ভ্যান চালক পরিবারের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। আজ বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখাগেছে এমন চিত্র।
.
মামলা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামের মৃত হাকিম শরীফের ভ্যানচালক ছেলে আঃ সত্তার শরীফের জমি দখল করে পাকা স্থাপনার নির্মাণ কাজ শুরু করেন একই বাড়ির জুয়েল শরীফ, আজিজুল বেপারীসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। পরে এ ঘটনায় স্থানীয় সালিশরা মিমাংসার চেষ্টা করেও তা সফল হয়নি। উপায়অন্ত না পেয়ে ভ্যান চালক আঃ ছত্তার শরীফ বাদী হয়ে জুয়েল শরীফ, আজিজুল বেপারী, কহিনুর বেগম ও ফাহিমা বেগমসহ ৫জনকে আসামি করে মাদারীপুর আদালতে একটি ভূমি আইনে মামলা দায়ের করেন। মামলা করায় প্রভাবশালীরা ক্ষিপ্ত হয়ে আরো দ্রুত গতিতে নির্মাণ কাজ চালিয়ে আসছেন।
.
ভূক্তভোগী ভ্যান চালক আঃ ছত্তার শরীফ বলেন, আমার জমি দখল করে জুয়েল শরীফ, আজিজুল বেপারীসহ বেশ কয়েক জন মিলে পাকা স্থাপনার কাজ শুরু করেন। প্রভাবশালীরা সালিশদের কথা না মানায় আমি জুয়েল শরীফ, আজিজুল বেপারী, কহিনুর বেগম ও ফাহিমা বেগম সহ ৫জনকে আসামি করে আদালতে ভূমি আইনে একটি মামলা দায়ের করেছি। আমি মামলা করায় ওই প্রভাবশালীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে।
.
অভিযুক্ত কহিনুর বেগম ও ফাহিমা বেগম বলেন, আমরা আমাদের জমিতে কাজ করতেছি। স্থানীয় সালিশ মো. মহসিন মাওলানা জানান, আমারা উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার জন্য অনুরোধ করেছি।
.
এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) এহতেশামুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পরির্দশন করেছে। এবং উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাথার জন্য বলা হয়েছে।
প্রিন্ট