রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো হ্যাকার ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।
আটককৃতরা হলেন উপজেলার নওপাড়া গ্রামের মো. আ. কুদ্দুস মোল্লার ছেলে মো. রাজু আলী (২৮), পানসিপাড়া গ্রামের মো. বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়েজিদ (১৯), এনামুল মোল্লার ছেলে শান্ত আহমেদ (১৯), মো. হাবিবুর রহমানের ছেলে মো. সোহান আলী (২০) এবং ইসলাম প্রামাণিকের ছেলে মো. আব্দুল লতিফ ওরফে জালামিন (২২)।
লালপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাত থেকে ভোর পর্যন্ত উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। নওপাড়া ও পানসিপাড়া গ্রামের একাধিক বাড়িতে অভিযান চালিয়ে ইমো হ্যাকার ও ব্যাংক রিসিট জালিয়াতি চক্রের ওই পাঁচ সদস্যকে আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের ২২টি দামি মোবাইল, ৭০টির অধিক মোবাইল সিমকার্ড, ৪০ পিস ইয়াবা, শুকনো গাঁজা, মাদক সেবনের বিভিন্ন উপকরণ এবং কণ্ঠ পরিবর্তনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকের পর তারা ইমো হ্যাকিং ও ব্যাংক রিসিট জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মমিনুজ্জামান জানান, “দীর্ঘদিন ধরে এই হ্যাকার চক্র সাধারণ মানুষ ও প্রবাসীদের অর্থ হাতিয়ে নিচ্ছিল। বুধবার চক্রের পাঁচ সদস্যকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাইবার নিরাপত্তা সুরক্ষা আইনে দুটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।”
এর আগে গত শনিবার (২৪ মে) উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে হ্যাকার চক্রের আরও তিন সদস্যকে আটক করেছিল যৌথবাহিনী।
সেনাবাহিনীর এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা হ্যাকার, ব্যাংক রিসিট জালিয়াতি চক্র ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রিন্ট