কমরেড খোন্দকারঃ
ঢাক, ঢোল,বাঁশি, প্লেকার্ড, ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রার মধ্য দিয়ে বৈশাখ পালন করেছে মিলান প্রবাসীরা। বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় গান, নাচ, বাংলাদেশি খাবার আর পোশাকের সমারহে প্রবাসীদের উপস্থিতিতে মিলানের “পার্কো নর্দ” হয়ে ওঠেছিল একটুকরো বাংলাদেশ!
.
প্রবাসীদের আনন্দ দিতে এবং নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশি সংস্কৃতি ছড়িয়ে দিতে আয়োজন করা হয় বর্ষবরণ ও বৈশাখী মেলা। বৈশাখী শোভাযাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন নব নিযুক্ত মিলান কনস্যুলেটের কনসাল জেনারেল মোঃ রফিকুল আলম। উদ্বোধন শেষে তিনি মেলার স্টল পরিদর্শন করেন এবং সাংবাদিক সহ উপস্থিত প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন।
.
প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেট ভাইস কনসাল এএসএম তাজুল ইসলাম, শ্রম কনসাল সাব্বির আহমেদ, জাহাঙ্গীর কবির, নয়ন ইসলাম, জাকির হোসেনসহ কলস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা ও তাদের পরিবারের সদস্যরা।
.
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির বর্ষবরণ উৎসব বাংলাদেশিদের উপস্থিতিতে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। এতে মিলানের আশপাশের শহর ছাড়াও ভেনিস, পাদোভা, তরিনো , ভিসেন্সা, বলোনিয়া, ব্রেসিয়া, ভারেজ, বেরগামো সহ বিভিন্ন প্রভেন্সী থেকে বিপুল সংখ্যক সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
.
দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠানে শিশু কিশোরদের খেলাধুলা, মহিলাদের মিউজিক্যাল গেইম সহ বিভিন্ন আয়োজন সম্পন্ন করা হয়। আনন্দ আর আড্ডায় বৈশাখী অনুষ্ঠান উৎসবের মধ্য দিয়ে হাজারো প্রবাসীরা উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে লন্ডন থেকে আগত শতাব্দী কর ও সুমনের সংগীত এবং বলোনিয়া থেকে আগত মানসিব গ্রুপের মন মাতানো গান উপস্থিত দর্শকদের আনন্দ বাড়িয়ে দেয়। সেই সাথে মিলানের মোমিতা ও জয়িতার নৃত্যের তালে তালে প্রবাসীদের মাতিয়ে রাখে।
.
পরিশেষে বৈশাখী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিভিন্ন স্টল, প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয় ।
প্রিন্ট