আমিরুল ইসলামঃ
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ডাকে সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরে ঔষধ ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের প্রেসক্লাব এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা ফার্মেসি মালিক, ঔষধ ব্যবসায়ী ও সমিতির সদস্যরা অংশ নেন। তারা ঔষধ ব্যবসায়ীদের পেশাগত পরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—ঔষধ বিক্রয়ের কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঔষধ ফেরতের নিশ্চয়তা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ, এবং সকল ঔষধের সরকারি মূল্য নির্ধারণ।
সমিতির নেতারা বলেন, ঔষধ ব্যবসায়ীরা নানা সমস্যার মুখে পড়লেও এ খাত স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দ্রুত দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।
সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বেন্টু, কার্যনির্বাহী সদস্য সালেহীন শুভ, কার্যনির্বাহী সদস্য, ওয়াসিফুল হক তুষার কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান মুন্না।
প্রিন্ট