মোঃ নূর -ই- আলম (কাজী নূর):
যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক সত্যপাঠ’ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আলম আর নেই। বুধবার (২১ মে) বিকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, প্রেসক্লাব যশোর সদস্য ও যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য। স্ত্রী, কন্যা এবং নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন তিনি।
.
সৈয়দ শাহাবুদ্দিন আলম শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ৪ এপ্রিল তার পিতা বিশিষ্ট আইনজীবী সৈয়দ আমীর আলি তার তিনপুত্র সৈয়দ নুরুল ইসলাম বকুল, সৈয়দ আজিজুল হক মুকুল ও সৈয়দ শফিকুর রহমান জাহাঙ্গীরসহ পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন।
.
মৃত্যুর পর তার মরদেহ শহরের পোস্ট অফিস পাড়াস্থ ভাড়া বাড়িতে নিয়ে যান স্বজনেরা। এদিকে তার মৃত্যুর খবর শোনার পরে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তার বাড়িতে ছুটে যান সহকর্মী, সুহৃদ, নিকট স্বজনসহ রাজনীতিক, সামাজিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ। প্রেসক্লাব যশোরের প্রয়াত সদস্য শাহাবুদ্দিন আলমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় প্রেসক্লাব ক্যাম্পাসে আনা হবে।
.
এরপর বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোড়ে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, দৈনিক বাংলার ভোরের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতিসহ বাংলার ভোর পরিবার।
.
এছাড়া শোক জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ নেতৃবৃন্দ। শোক জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
.
এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। একই সাথে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রিন্ট