মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা মৎস্য অধিদপ্তরধীন ২০২৪-২০২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প ( ১ম সংশোধিত) এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
.
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭৫ জন জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল।
.
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহা মো.শাহারিয়ার জামান সাবু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.ভবেন বাইন ও উপজেলা কৃষি আফিসার তুসার সাহা।
.
উপজেলা মৎস্য কর্মকর্তা শাহা মো.শাহারিয়ার জামান সাবু বলেন,মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার নিবন্ধিত সুফলভোগী ৭৫ জন জেলের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরুর বকনা বাছুর দেওয়া হয়েছে।
প্রিন্ট