ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আনসার ও ভিডিপি’র দলনেতা ও দলনেত্রীর বেতন-ভাতা বৃদ্ধি ও ভাতার সমপরিমাণ উৎসব ভাতা বৃদ্ধি সেই সাথে রেশন প্রাপ্তির নিমিত্তে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
২৭ জুলাই মঙ্গলবার উপজেলা আনাসার ও ভিডিপি কর্মকর্তা আমিরুল ইসলামের নিকট উপজেলার সমস্থ দলনেতা ও দলনেত্রী পক্ষে ১২ জন দলনেতা ও দলনেত্রীর স্বাক্ষরিত এক স্বারকলিপি প্রদান করা হয়।
বর্তমান উপজেলা ও পৌরসভার আনসার ভিডিপি সদস্য বৃন্দরা মাসিক ২৫০০ টাকা সম্মানী পান। যাহা একটি পরিবারের সমস্থ মাসের খরজ বহন করা কোন ভাবেই সম্ভাব না। এদের অনেকেই এখন মানবেতর জীবন-যাপন করছে। বর্তমান দেশের মধ্যে একজন দিনমজুর প্রতিদিন তার পারিশ্রমিক পান ননূতম ৫০০ টাকা সেখানে একজন আনসার ও ভিডিপি সদস্য পান দৈনিক ৮৩ টাকা। নেই কোন রেশমের ব্যবস্থা নেই।
বুড়াইচ ইউনিয়নের দলনেতা লাল মিয়া জানান, আমরা প্রজাতন্ত্রের একজন কর্মচারী ( চুক্তিভিত্তিক) সত্তে¡ও কোন উৎসব ভাতা পাই না। তা ছাড়া রেশনের কোন ব্যবস্থা নেই। আমাদের মাসিক সম্মানী বৃদ্ধির পাশাপাশি মাাসিক সম্মানীর সমপরিমাণ উৎসব ও রেশন পাওয়ার দাবি জানিয়ে স্বারকলিপি দিয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.আমিরুল ইসলাম জানান, দলনেতা ও দলনেত্রীর নিকট থেকে স্বাক্ষরিত স্মারকলিপি পেয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট এদের দেওয়া স্মারকলিপি পাঠিয়ে দেওয়া হবে।
প্রিন্ট