ফরিদপুর আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে পা ভেঙে মারাত্মকভাবে আহত হয়েছে মো.রবিউল ইসলাম (৩৮) নামের এক যুবক। বুধবার দুপুরে সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে। এ ঘটনায় আহতের বাবা জয়েন ফকির বাদি হয়ে ইকরাম মিয়াসহ অভিযুক্তদের বিরুদ্ধে বৃহস্পতিবারে মামলা করবেন বলে জানান।
জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের নভেম্বর মাসে উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে জয়েন ফকির ও ইকরাম মিয়া গ্রুপের পের মধ্যে সংঘর্ষে কিছুলোক আহত হয় বসতঘর ভাঙচুর করা হয়। ওই ঘটনায় ইকরাম মিয়া মারাত্মকভাবে আহত হয়। সেই ঘটনায় রবিউল ইসলামসহ একাধিক ব্যক্তির নামে মামলা হয়। সেই থেকে রবিউল এলাকার বাহিরে ছিল।
বুধবার দুপুরে নিজ বাড়িতে আসলে ইকরাম মিয়া গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রবিউল ইসলামের উপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে এতে তার বা পা ভেঙে যায়। আহত অবস্থায় তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ লিয়ন জানান, রবিউলের পা ভেঙে গেছে তার সুস্থ হতে সময় লাগবে।
অভিযুক্ত ইকরাম মিয়া জানান, গত বছর আমাকে জয়েন ফকির ও তার ছেলে রবিউল ইসলামসহ ওই গ্রুপের লোকজন আক্রমণ করে মারাত্মকভাবে আহত করে। আমি এখনও অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছি। রবিউল বাড়িতে আসলে আমার ছেলেরা প্রতিশোধ নিতে তাকে পিটিয়েছে।
ওসি মো.ওয়াহিদুজ্জামনা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রিন্ট