রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে এক ট্রেন যাত্রীর পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯ টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের অদূরে করিমপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। পা বিচ্ছিন্ন হওয়া আহত যাত্রী মোঃ রাহাত আলী (২২) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর গ্রামের মোঃ করম আলীর ছেলে।
.
স্থানীয় সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে রাজশাহী গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি শেষে পুনরায় রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় ট্রেনটি করিমপুর রেলগেটে পৌঁছালে দরজার সামনে দাঁড়িয়ে থাকা যাত্রী রাহাত আলী শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় তার ডান পা চলন্ত ট্রেনের চাকার নিচে পড়ে বিচ্ছিন্ন হয়।
.
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডায়াগনস্টিক সেন্টারে কর্তব্যরত চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে পরামর্শ দেন বলে জানিয়েছেন লালপুর ফায়ার স্টেশন কর্মকর্তা এ.কে.এম লতিফুল বারী।
.
বিষয়টি নিশ্চিত করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ খোরশেদ আলম জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে রাহাত আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, ঘটনাটি শুনেছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান।
প্রিন্ট