প্রেস বিজ্ঞপ্তিঃ
অদ্য ২৪ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, সম্প্রতি পশ্চিম তীর দখলের লক্ষ্যে ইসরায়েলি পার্লামেন্টে বিল অনুমোদিত হয়েছে। যুদ্ধবন্ধ শান্তির চুক্তি হওয়ার পর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের পশ্চিম তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে বিল অনুমোদন দেওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই বিল আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাবনা এবং মানবতার মৌলিক নীতিমালার পরিপন্থী। এটি মধ্যপ্রাচ্যে ন্যায়সংগত শান্তির সম্ভাবনাকে আরও দুর্বল করবে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার হরণের এক নিকৃষ্ট উদাহরণ।
বাংলাদেশ গণমুক্তি পার্টি মনে করে, ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা ও দ্বিমুখী অবস্থানই ইসরায়েলকে বারবার দখলদার নীতি বাস্তবায়নের সাহস জুগিয়েছে। আমরা জাতিসংঘ, ওআইসি এবং বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোকে অবিলম্বে এই অন্যায় বিলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ গণমুক্তি পার্টি ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সংহতি জানায় এবং জেরুজালেমকে ফিলিস্তিনের অবিভাজ্য রাজধানী হিসেবে স্বীকৃতি পুনর্ব্যক্ত করছে।
- লেখক অমুল্য কুমার বৈদ্য
সাধারণ সম্পাদক
বাংলাদেশ গণমুক্তি পার্টি।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
ডেস্ক রিপোর্ট 





















